বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ।। ৪ বৈশাখ ১৪৩২ ।। ১৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
২ দিনের জন্য ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বরিশাল সিটি নির্বাচন-২০২৩ বাতিল ও হাতপাখাকে বিজয়ের দাবিতে মামলা বড়দের সম্মানিত রূপ নয়, সংগ্রামী অধ্যায় দেখুন গাজায় গণহত্যা, ভারতে ওয়াকফ বিলের প্রতিবাদে জমিয়তের গণমিছিল  ওয়াকফভূমি দখলের নীলনকশা তৈরি করেছে ভারত সরকার: যুব জমিয়ত হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটি গঠন দল নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন এনসিপির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সবক শুরু বরিশাল জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ার ‘নির্বাচনী চাপ প্রয়োগে সংস্কারকে বাধাগ্রস্ত করা গাদ্দারির সমতুল্য’ কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য নতুন স্কলারশিপ প্রোগ্রাম চালু

মুসলিম নারীদের জন্য হালাল ক্রিম-শ্যাম্পু তৈরি হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

halal-cream

আওয়ার ইসলাম: মুসলিম নারী ক্রেতাদের সন্তুষ্ট করতে হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে ইন্দোনেশিয়ার কসমেটিক সংস্থাগুলো৷ বাজারে প্রচলিত ক্রিম শ্যাম্পুতে এ্যালকোহল বা হারাম জিনিস মিশ্রিত বলে মুসলিম নারীরা সচরাচর এগুলো ব্যবহার করতে চান না। তাদের টার্গেট করেই হালাল ক্রিম শ্যাম্পু তৈরিতে মনযোগী হচ্ছে কম্পানিগুলো।

খবরে বলা হয়েছে, লরিয়েল থেকে ইউনিলিভারের মতো জায়ান্ট প্রসাধনী সংস্থাগুলো মধ্যবিত্ত মুসলিম শ্রেণিকে টার্গেট করে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে নেমেছে কোমর বেঁধে৷ ইন্দোনেশিয়ার মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানা যায়।

নিষ্ঠাবান মুসলিমমাত্রই শরিয়ত মেনে চলেন৷ আর সে কথা মাথায় রেখেই আসতে চলেছে হালাল ফুড সার্টিফিকেশন আইন৷ অর্থাৎ বিশেষ বিশেষ খাবারই হালাল হিসেবে ঘোষিত হবে৷ ওষুধ এবং প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেই ধীরে ধীরে প্রযোজ্য হবে এই আইন৷ আর সে কথা মাথায় রেখেই হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে জায়ান্ট সংস্থাগুলি৷ বেশ কিছু কোম্পানির ইতিমধ্যেই হালাল প্রোডাক্ট তৈরির ফ্যাক্টরি আছে৷ তবে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকতে নারাজ বাকিরা৷ মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বাড়তে থাকা এবং নয়া আইনের যুগলবন্দিতেই এদিকে ঝুঁকছে কোম্পনিগুলো৷

তবে কি স্রেফ ইন্দোনেশিয়ার সীমান্তেই তা আটকে থাকবে? মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, তা নয়৷ বরং ইন্দোনেশিয়াকে মডেল করে অন্যান্য মুসলিম  দেশও এই প্রোডাক্ট ব্যবহার করার দিকেই ঝুঁকবে৷ এছাড়া সংস্থাগুলি তাদের বাজার প্রসারিত করতেও প্রোডাক্টগুলি অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চাইবে বলেও অনুমান করা হচ্ছে৷ ধর্মীয় বিভাজন খাদ্যাভাস–সহ বিভিন্ন বিষয়ে দাগ টেনে দিয়েছে৷ অদূর ভবিষ্যতে হয়তো প্রসাধনী সামগ্রীতেও সেই বিভাজন জোরাল হয়ে দেখা দিতে পারে৷

সূত্র: সংবাদ প্রতিদিন ইন্ডিয়া


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ