আওয়ার ইসলাম: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওতে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। ওই শহরেই প্রেসিডেন্ট রোদরিগো দুতেরতের বাড়ি।
শহরের স্থানীয় একটি বাজারে ওই হামলা চালানো হয়েছে। ভয়াবহ ওই হামলার পর রাজধানী ম্যানিলায় উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।
হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাভাও শহরের মার্কো পোলো হোটেলের সামনেই ওই হামলা চালানো হয়েছে। ওই এলাকায় নিয়মিত যাতায়াত করেন প্রেসিডেন্ট দুতেরতে। হামলার সময় তিনি ওই শহরে থাকলেও হামলায় তার কোনো ক্ষতি হয়নি।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। ইতোমধ্যেই পুলিশ এবং তদন্তকারীরা ওই হামলার তদন্ত শুরু করেছে।
আরআর