শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


হাজিদের জন্য স্মার্টছাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

umbrella-hajj-pilgrimsওয়ালি উল্লাহ সিরাজ: আওয়ার ইসলাম

স্মার্ট ফোনের কথা তো আমারা আগে থেকেই শুনছি। এবার এলো স্মার্ট ছাতা। যাতে একই সাথে প্রখর রোদ থেকে ছায়া, ফ্যানের বাতাস, জিপিএস ও চার্জ করার সুবিধা থাকছে। আসন্ন হজের সময় মুসল্লিদের কষ্ট কমাতে সৌদির এক বিজ্ঞানী নিয়ে এসেছেন এই স্মার্ট ছাতা।

ভৌগলিক কারণেই সৌদি আরবে গরম বেশি। ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা এখানকার স্বাভাবিক নিয়ম। হজের মৌসুমে লাখ লাখ হাজির ভিড়ে গরম বেড়ে যায় আরো বহুগুণ। প্রচণ্ড এই গরমে হাজিদের স্বস্তি দিতে কমতি নেই সৌদি সরকারের। এই বার হাজিদের এই কষ্ট কমাতে নতুন ছাতা তৈরি করেছে দুই উদ্যোক্তা।

তীব্র রোদে শুধু ছায়া নয়, ফ্যানের বাতাসও দিবে এই ছাতা। ছাতার সাথেই যুক্ত ছোট্ট এই ফ্যান, যার বিদ্যুৎ সরবরাহ আসবে সৌর বিদ্যুৎ থেকে। ফিলিস্তিনি সহকর্মী মানাল দালদিসকে সাথে নিয়ে এই ছাতা উদ্ভাবন করেছেন মক্কার বিজ্ঞানী কামেল বাদাওয়ি।

কামেল বাদাওয়ি বলেন, হাজিরা সাধারণত ছাতা ব্যবহার করেন রোদ থেকে বাঁচার জন্য। আগে কেউ ভাবেনি ছায়া ছাড়া অন্য কোন সুবিধা পাওয়া যায় ছাতার মাধ্যমে। ছাতায় ফ্যান যুক্ত করার বিষয়টিকে আমরা খুব গুরুত্ব দিয়েছি। কারণ আগামী ১২ বছর হজ পরবে প্রচণ্ড গরমে। আর সৌর বিদ্যুতের সুবিধা হলো সার্বক্ষণিক সরবরাহ থাকবে। যমুনা টিভি

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ