এম রবিউল্লাহ : কাশ্মীরে ফের বিদ্রোহীদের হামলায় ৩ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এ সময় বিদ্রোহীদের গুলিতে আরো ২ সেনা জওয়ান ও ১ পুলিশ আহত হয়।
পুলিশ জানায়, কাশ্মীরের বারামুলা জেলার খাজাবাগে রাত আড়াইটা নাগাদ সেনা কনভয় ও পুলিশের গাড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। হামলার পরই সেখান থেকে জঙ্গিরা পালিয়ে যায়। হামলার পরে পুরো এলাকা ঘিরে ফেলেছে। হামলাকারীদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৮ জুলাই হিজবুল নেতা বুরহান ওয়ানি সেনাবাহিনীর অভিযানে নিহত হয়। বুরহানের মৃত্যুকে নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠে কাশ্মীর উপত্যকা। গত পাঁচ সপ্তায় এই নিয়ে ৬৯ জনের প্রাণহানি ঘটল। আহত হয়েছে কয়েক হাজার নাগরিক। বুরহান ওয়ানির নিহত হওয়ার পর থেকে কাশ্মীরে জরুরী অবস্থা জারি রয়েছে। এনডিটিভি
আওয়ার ইসলাম/ওএস