ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনায় ব্যাপক ক্ষয়-কক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে প্লাজায় আগুন লাগে। টানা ৫ ঘণ্টা চেষ্টার পর বুধবার সকাল ৮টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভোর ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন পুরোপুরি নেভাতে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
তিনি জানান, আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনটির প্রথম চার তলায় আসবাবপত্রের দোকান ছিল। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে অনেককে উদ্ধার করেছেন।
/এআর