শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

ক্বারী হিলালের ‘কুরআন প্রশিক্ষণ কোর্স’ পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qurann sg.gএহসান বিন মুজাহির : আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের শাখা পরিদর্শন করলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা হিলাল আহমদ ।

শুক্রবার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদ শাখায় তিনি উপস্থিত হয়ে শতাধিক শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন এবং কেন্দ্রের যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন। জামাতে আওয়াল থেকে জামাতে খামিস পর্যন্ত শিক্ষার্থীদের তাজবিদসহ তেলাওয়াতের পরীক্ষাও নেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব, আনজুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ, কেন্দ্র জিম্মাদার ক্বারী মাওলানা মুহাম্মদ এহসানুল হক, ক্বারী মাওলানা মাহমুদুল হাসান, ক্বারী মাওলানা মাহমুদুল হাসান, ক্বারী শুয়াইবুর রহমান, ক্বারী আব্দুল মুমিনসহ কেন্দ্রের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, গত ১লা রমজান থেকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদ কেন্দ্রে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন শিক্ষা কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে। মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী হবে ২৬ রমজান। এবারই প্রথম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এ কেন্দ্রে শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল বর্ডার গার্ড উচ্চবিদ্যালয, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়, শাহ মোস্তফা জে.আই উচ্চ উচ্চবিদ্যালয়, পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, জালালিয়া মোমতাজিয়া সুন্নিয়া মাদরাসার প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীরা বিশুদ্ধ কুরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ