আওয়ার ইসলাম ডেস্ক : শবে কদরের পরদিন আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস করতে হবে। ফলে এবারের ঈদে সরকারি চাকুরেরা টানা নয় দিনের ছুটি পাচ্ছেন।
ঈদের ছুটি সাধারণত তিন দিন হয়। আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। ৬ জুলাই ঈদ ধরে ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত আছে। এর আগে ৩ জুলাই শবে কদরের ছুটি। এর সঙ্গে এখন ৪ জুলাইয়ের ছুটি যোগ হলো।
এদিকে ১ ও ২ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ৩০ জুন। ঈদের ছুটির পরের দুই দিন আবার দুইদিন সাপ্তাহিক ছুটি পড়েছে । এর মানে দাঁড়াচ্ছে এবার ঈদে ১ থেকে ৯ জুলাই পর্যন্ত নয় দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকুরেরা।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ