জাকারিয়া হারুন : সংযুক্ত আরব আমিরাতের এক নারী মন্ত্রীর ছবি নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে তিনি রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করছেন।
আল আরাবিয়া ডটনেটের রিপোর্ট অনুযায়ী, আমিরাতের তরুণ নারী মন্ত্রী সিমাল আল মাজরুয়ির ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যাতে দেখা যায় তিনি রাস্তার রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের সিমাল আল মাযরুয়ি তরুণী নারী মন্ত্রী। যার বয়স মাত্র ২২। তিনি বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের সচেতন করতে ব্যাপক ভূমিকা রেখেছেন। সমাজের মানুষকে সবসময় কল্যাণ কাজে উৎসাহিত করেন।
রমজান উপলক্ষ্যে তিনি নিজেই রাস্তায় নেমে যান রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করতে। সিমালের এ মহৎ উদ্যোগ সবার মধ্যে অন্যরকম সাড়া ফেলে।
২২ বছর বয়সী মন্ত্রী সিমাল তুখোর মেধাবী। অক্সর্ফোড ইউনিভার্সিটি থেকে পলিসি স্টাডিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে সার্টিফিকেট অর্জন করেন। এ ছাড়াও সামাজিক এবং অন্যান্য বিষয়ে নিওয়ার্ক ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
সূত্র : আল আরাবিয়া