জাকারিয়া হারুন : ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে শোকের মাতম। এর মধ্যে যুক্তরাষ্ট্রেরই এক খৃস্টান যাজক এই হত্যাকাণ্ডের প্রশংসা করলেন। খৃস্টান ওই যাজক অরল্যান্ডোতে হামলা চালিয়ে ৫০ জন সমকামীকে হত্যার ঘটনার প্রশংসা করে বলেছেন, সে রাতের পর অরল্যান্ডো অনেক বেশি নিরাপদ হয়েছে।
সেক্রেমেন্টোর ভেরেটি ব্যাপ্টিস্ট চার্চের দায়িত্বরত এই যাজকের নাম রজার জিমেনেজ। গত রোববারের সাপ্তাহিক বক্তব্যে জিমেনেজ এ সব কথা বলেন।
চার্চে আগাতদের উদ্দেশে তিনি বলেন, গতকালের ঘটনায় আপনারা কি খুব দু:খিত? আমি দুঃখিত নই। আমি বিশ্বাস করি এটা সমাজের জন্য উপকারী হয়েছে। আমার মনে হচ্ছে এখন ফ্লোরিডা এবং অরল্যান্ডো অনেক বেশি নিরাপদ জায়গা।
তিনি আরো বলেন, আমাদের সরকার সঠিক পথে থাকলে তাদের উচিৎ ছিলো, সব সমকামীকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে উড়িয়ে দেয়া।
যাজকের এই বক্তব্যে পশ্চিমা মিডিয়াগুলোতে সমালোচনার ঝড় ওঠেছে।
সূত্র : ডেইলি বিস্ট
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ