নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শুক্রবার ১০টায় জামেয়া আরবিয়া হাইলধর মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল ‘ধর্মহীন শিক্ষানীতি, সেক্যুলার শিক্ষাআইন ২০১৬, পাঠ্যপুস্তকে নাস্তিকতা ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা; মুসলিম নাগরিকদের করণীয়’।
চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি মাওলানা জিয়াউল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নির্বাহী সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আবদুল মালেক হালিম বলেন, বর্তমান সরকার বিতর্কিত ইসলামবিরোধী শিক্ষানীতি-২০১০ অনুসারে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকগুলো থেকে ইসলাম বিষয়ক পাঠসমূহ বাতিল করে তদস্থলে উদ্দেশ্যমূলকভাবে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদমূলক পাঠ্য প্রতিস্থাপন করে মুসলমান ছাত্র-ছাত্রীদের নাস্তিক বানানোর শিক্ষা চালু করেছে। তিনি বলেন, ধর্মহীন শিক্ষানীতি, সেক্যুলার শিক্ষাআইন ২০১৬ বাতিল করতে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলতে হবে। মুসলিম ছেলে-মেয়েদের ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন করার চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া যাবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ খিলি, যুগ্মমহাসচিব চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মহানগর সেক্রেটারী মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, দক্ষিন জেলা সেক্রেটারী মওলানা নুরুল আলম চৌধুরী, লালখান বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আজিজুল হক, মাওলানা জাফর আলম, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর