শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ পৌষ ১৪৩১ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৬


অনলাইনে শুরু হচ্ছে মাসব্যাপী ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সম্পাদনাবিষয়ক প্রতিষ্ঠান ‘এডিটরস পেজ’ ও ‘ভাষাচিত্র লার্নিং ইনিশিয়েটিভস্’-এর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ-২০২৪। প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত মাসব্যাপী এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ ও কলকাতার প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠান ‘ভাষাচিত্র’ ও ‘অভিযান পাবলিশার্স’ এবং ইনস্টিটিউট অব রিসার্চ এডিটিং (আইআরই)।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২০ নভেম্বর ২০২৪

রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/.../1qvF3zU4Ag9f4CZabTZTvNfX.../edit

> মোট ক্লাস ২৪টি। ২৪টি বিষয়ে ক্লাস নিবেন ২৪ জন প্রশিক্ষক।

> কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা রেজিস্ট্রেশন করতে 01930879794 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন

> প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, প্রকাশক ও প্রকাশনা বিশেষজ্ঞ।

> ক্লাস শুরু হবে ২২ নভেম্বর ২০২৪, চলবে ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

> প্রশিক্ষণের মেয়াদ ৩০ দিন, ৪ সপ্তাহ ২৪টি ক্লাস [ক্লাস হবে অনলাইনে]।

> ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বাংলাদেশ সময় রাত ৯.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ সময় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত।

> রেজিস্ট্রেশন ফি ১৯৯৯ টাকা [বাংলাদেশ], ১৪৯৯ টাকা [পশ্চিমবঙ্গ]।

> পেমেন্ট বিকাশ নাম্বার 01930879794 [বাংলাদেশ]।

> পেমেন্ট ইউপিআই 8918679822 [পশ্চিমবঙ্গ]।

> রেজিস্ট্রেশন কনফার্ম করতে অবশ্যই গুগল ফরম পূরণ করতে হবে।

> অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে [ই-সার্টিফিকেট]।

> প্রশিক্ষণে অংশগ্রহণকারী লেখকদের ওয়ার্কশপ থেকে বেছে নেওয়া লেখা থেকে তিন-চারটি বই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে।

প্রশিক্ষণের বিষয় ও প্রশিক্ষক

সেশন ।। ১

বিষয় : বাংলা ক্রিয়েটিভ রাইটিং-এর সেকাল ও একাল। প্রশিক্ষক : তপোধীর ভট্টাচার্য, প্রাবন্ধিক, চিন্তক, প্রাক্তন উপাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ২

বিষয় : লেখকের প্রস্তুতি : লেখা থেকে বই, প্রশিক্ষক : জাফর আহমদ রাশেদ, কবি, সম্পাদক

সেশন ।। ৩

বিষয় : কবিতা লেখার করণকৌশল ॥ কবিতার কলাকৌশল, প্রশিক্ষক : মামুন অর রশীদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ৪

বিষয় : কবিতার নির্মাণ : স্বতঃস্ফূর্ততা এবং সচেতন প্রয়াস। প্রশিক্ষক : রুদ্র গোস্বামী, জনপ্রিয় কবি।

সেশন ।। ৫

বিষয় : প্রসঙ্গ সাহিত্য ও সাহিত্যিক তৈরি : লিটল ম্যাগাজিন, সাহিত্য-সাময়িকী কীভাবে প্রভাব বিস্তার করে। প্রশিক্ষক : ওবায়েদ আকাশ, কবি। সম্পাদক, শালুক। সাহিত্য সম্পাদক, দৈনিক সংবাদ।

সেশন ।। ৬

বিষয় : বর্তমানের কবিতা, ভবিষ্যতের কবিতা। প্রশিক্ষক : শামীম রেজা, কবি, অধ্যাপক। পরিচালক, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ৭

বিষয় : প্রবন্ধ লেখার মূলনীতি। প্রশিক্ষক : কুদরত-ই-হুদা, প্রাবন্ধিক ও গবেষক। ডেপুটি ডিরেক্টর, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।

সেশন ।। ৮

বিষয় : ছোটোগল্পের বিষয় ও আঙ্গিক। সমকালীন ছোটোগল্পে কাহিনিসংকট ও উত্তরণ। প্রশিক্ষক : শফিক আশরাফ, গল্পকার ও গবেষক। চেয়ারম্যান, বাংলা বিভাগ ও ডিন, কলা অনুষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ৯

বিষয় : গল্প-উপন্যাসে নায়ক নির্মাণ। প্রশিক্ষক : শামসুজ্জামান মিলকী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।

সেশন ।। ১০

বিষয় : সাহিত্য, ইতিহাস, মানবীবিদ্যা। প্রশিক্ষক : পরমাশ্রী দাশগুপ্ত, প্রাবন্ধিক ও অধ্যাপক, বাংলা বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ১১

বিষয় : ভারতীয় উপমহাদেশের সৃজনী সাহিত্য : উপকরণ ও প্রকরণ। ভারতীয় দর্শন, মহাকাব্য, পুরাণ সাহিত্য, মিথ। প্রশিক্ষক : শামিম আহমেদ, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, মহাভারত গবেষক। অধ্যাপক, বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দির, পশ্চিমবঙ্গ।

সেশন ।। ১২

বিষয় : বিশ্ব সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা এবং সাহিত্যতত্ত্ব। প্রশিক্ষক : রাহুল দাশগুপ্ত, প্রাবন্ধিক, কবি, ঔপন্যাসিক। বাংলা উপন্যাসের প্রথম অভিধান 'বাংলা উপন্যাসকোশ'-এর স্রষ্টা। বিশ্ব সাহিত্য ও তুলনামূলক সাহিত্যের শিক্ষক।

সেশন ।। ১৩

বিষয় : শিশুসাহিত্য : কী কেন কীভাবে। প্রশিক্ষক : তারিক মনজুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ১৪

বিষয় : গবেষণা কেন করবেন? প্রকাশনায় গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রশিক্ষক : রাহেল রাজিব।লেখক ও পাবলিশিং কনসালট্যান্ট। অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

সেশন ।। ১৫

বিষয় : থ্রিলার লেখকের প্রস্তুতি, থ্রিলারের উপকরণ। প্রশিক্ষক : মোহাম্মদ নাজিমউদ্দিন, বাংলা ভাষার জনপ্রিয় থ্রিলার লেখক, মেন্টর, প্রকাশক- বাতিঘর প্রকাশনী।

সেশন ।। ১৬

বিষয় : সাহিত্যের রাজনীতি, সাহিত্যিকের রাজনীতি। প্রশিক্ষক : শুদ্ধসত্ত্ব ঘোষ, পরিচিতি : প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, নবীন মহাভারত রচয়িতা।

সেশন ।। ১৭

বিষয় : সাহিত্য সমালোচনা কী এবং কেন সমালোচনার প্রয়োজন? সমালোচনা সাহিত্যের বিবিধ ধারা। প্রশিক্ষক : মোস্তাক আহমেদ, কবি ও সম্পাদক। অধ্যাপক, বাংলা বিভাগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতা।

সেশন ।। ১৮

বিষয় : নাটক, চিত্রনাট্য : স্ক্রিপ্ট রাইটিং, কনটেন্ট ও ফরম্যাট। প্রশিক্ষক : শাহাদৎ রুমন,  লেখক, গবেষক, প্রাবন্ধিক।

সেশন ।। ১৯

বিষয় : সংবাদ লেখার কলাকৌশল। প্রশিক্ষক : আর রাজী, শিক্ষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সেশন ।। ২০

বিষয় : সাহিত্য ও সাংবাদিকতা : লিখতে হলে জানতে হবে। প্রশিক্ষক : কাজল রশীদ শাহীন, লেখক, গবেষক, প্রাবন্ধিক।

সেশন ।। ২১

বিষয় : এডিটিং এবং প্রুফ-রিডিং : লেখক-সম্পাদকের করণীয়। প্রশিক্ষক : কামরুল হাসান শায়ক,

লেখক, সম্পাদক। প্রকাশক-পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

সেশন ।। ২২

বিষয় : নন্দনতত্ত্বের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বুক ডিজাইন ও অঙ্গসৌষ্ঠব। প্রশিক্ষক : সুস্নাত চৌধুরী, গ্রন্থনির্মাণ গবেষক ও প্রাবন্ধিক। সম্পাদক, বোধশব্দ।

সেশন ।। ২৩

বিষয় : বই প্রকাশনা ও লেখক-প্রকাশক সম্পর্ক। প্রশিক্ষক : মারুফ হোসেন, কবি, সম্পাদক, পাবলিশিং কনসালট্যান্ট। প্রকাশক, অভিযান পাবলিশার্স।

সেশন ।। ২৪

বিষয় : গ্রন্থ প্রকাশ ও নির্মাণে প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানের ভূমিকা। প্রশিক্ষক : খন্দকার সোহেল, সম্পাদক, পাবলিশিং কনসালট্যান্ট। প্রকাশক, ভাষাচিত্র


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ