বুধবার, ০২ অক্টোবর ২০২৪ ।। ১৬ আশ্বিন ১৪৩১ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে মন্ত্রিপরিষদের নীতিমালা জারি আলেম উলামারা বর্তমানে বৈষম্যের শিকার: মুফতি ফয়জুল করিম নভেম্বরে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র উপদেষ্টা ‘ইসলামি জনমতকে ‘মৌলবাদ’ বলা ফ্যাসিবাদী আচরণ’ খাগড়াছড়িতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা, ১৪৪ ধারা জারি ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ : ড. ইউনূস বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের শেষ দিন শুক্রবার 'মৌলবাদী' 'সাম্প্রদায়িক' শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে আলিয়া মাদরাসা সিলেবাস-কারিকুলাম প্রণয়নে কমিটি গঠনের দাবি পাকিস্তান সফরে ড. জাকির নায়েক, ভাষণ দেবেন একাধিক শহরে

রাজধানীতে শুরু হচ্ছে ৪০ দিনব্যাপী নুরানি মুয়াল্লিম-মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম ||

রাজধানীর মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে ৪০ দিনব্যাপী নুরানি- নাজেরা মুয়াল্লিম-মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স।

জানা যায়, শায়খুল কুররা কারি বেলায়েত রহ. আবিষ্কৃত নুরানি পদ্ধতিতে বছরজুড়ে মুয়াল্লিমদের জন্য উন্নত পরিবেশ, মানসম্মত খাবার, তালিম ও তারবিয়াতের সমন্বয়ে আরবি, বাংলা, ইংরেজি, গণিত ও ইংলিশ স্পোকেন, বাংলা শুদ্ধ উচ্চারণ ইত্যাদি কোর্স অনুষ্ঠিত হয় ।

কোর্সে যেসব বিষয প্রশিক্ষণ দেওয়া হবে-

■  তরিকায়ে তালিম ক্লাস

■  আরবি, বাংলা, ইংরেজি ও গণিত হাতের লেখা প্রশিক্ষণ

■  ইসলাহি প্রশিক্ষণ

■  শুদ্ধ কুরআন শিক্ষা ক্লাস

■ শুদ্ধ বাংলা ভাষা প্রশিক্ষণ

■  স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ

★ প্রথম ব্যাচ:-৩ ফেব্রুয়ারি-শনিবার থেকে

★ দ্বিতীয় ব্যাচ:-১১ মার্চ (রমযান)

কোর্স ফি:-৮৫০০/-টাকা (থাকা-খাওয়া ফ্রি)

স্থান:-মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা (চতুর্থ ক্যাম্পাস)

☑️ কোর্স শেষে সার্টিফিকেট ও আকর্ষণীয় বেতনে খেদমতের ব্যবস্থা থাকবে।

প্রশিক্ষণ দেবেন-

শায়খুল কুররা কারি বেলায়েত রহ. এর হাতে গড়া শাগরেদ, ঢাকা ও চট্টগ্রাম বোর্ডের সাবেক প্রধান প্রশিক্ষক মাওলানা কারি গিয়াস উদ্দিন সহ শায়খুল কুররা রহ. এর অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।

প্রথম ব্যাচ উদ্বোধন করবেন-

সায়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য নাতি মুফতি সায়্যেদ সালমান আফফান মানসুরপুরী( দেওবন্দ,ভারত)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী, জনাব আলহাজ্ব ফরিদুল হক খান, (এমপি) ও দেশ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

কুরআন শরিফ শুদ্ধ তেলাওয়াত (নাজেরা) প্রশিক্ষণ দিবেন-

হুফফাজুল কুরআন এর প্রশিক্ষক

★ হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ

★ হাফেজ মাওলানা কারি নাজমুল হুদা

★ হাফেজ কারি শহিদুল ইসলাম সাহাদ

★ হাফেজ কারি নাজমুল ইসলাম মুজাহিদ

★ হাফেজ কারি মুহাম্মদুল্লাহ-সহ হুফফাজের অন্যান্য প্রশিক্ষক বৃন্দ।

ইসলাহি প্রশিক্ষণ দিবেন-

উজানী মাদরাসার শিক্ষা সচিব  শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান, দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, খিলগাঁও নূরবাগ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি ফয়জুল্লাহ সন্দীপী, চাঁদপুর মহামায়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা তাজুল ইসলাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী, মারকাযুত তারবিয়্যা‘র প্রতিষ্ঠাতা  খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মালিবাগ মাদরাসার ইফতা বিভাগের প্রধান মুফতি হাফিজ উদ্দিন, মারকাযুল এহসানের প্রতিষ্ঠাতা মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ,গোলাপবাগ মহিলা মাদরাসার মুহতামিম মুফতি ফয়জুল্লাহ ইবরাহিমী, লেখক, গবেষক, আলোচক ডা.হাকিম মাওলানা নূরুল্লাহ নূরানী

শুদ্ধ বাংলা ভাষা ও শিক্ষার্থীদের শাসন ব্যতীত পড়ানোর কৌশল প্রশিক্ষণ দেবেন-

★ মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা খালেদ সাইফুল্লাহ বকসী

★ আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ূন আইয়ুব

★ রেডিও একাত্তরের মুফতি মুয়াবিয়া আল-হাবিবী

ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ দিবেন-

সময়ের সারা জাগানো ইংলিশ স্পোকেন শিক্ষক- জুবায়ের আহমদ

কোর্সে অংশগ্রহণের নিয়মাবলী-

■  পূর্ণ কুরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে পাঠে সক্ষম হতে হবে

■  প্রয়োজনীয় আসবাবপত্র সহ নির্ধারিত তারিখের মধ্যে উপস্থিত হতে হবে

■  ভর্তির সময় পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এনআইডি কপি/জন্ম নিবন্ধন কপি নিয়ে আসতে হবে

■  কোর্স চলাকালীন সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল নিষিদ্ধ

■  কোর্স চলাকালীন ছুটির আবেদন গ্রহণযোগ্য হবে না

☑️ যাতায়াত-

দেশের যেকোন প্রান্ত থেকে কমলাপুর রেলস্টেশনের পূর্ব দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঝিলপাড় (জমজম টাওয়ার গলি)৫০/১ উত্তর মুগদা, ঝিলপাড়, মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা, মুগদা, ঢাকা।

মোবাইল:-০১৯৬৮-৮৭৭০২৫,০১৭৭০-২০৭৩৪৫,

০১৭২৪-৯৬৬০৪৫,০১৮২৯-০৩৯০৪০

কোর্সটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন-

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা, শায়খুল হাদিস মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী ।

সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন-

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হুসাইন মাহমুদ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ