ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের খানজাহান আলী থানা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩শে মে) সকালে খুলনা নগরীর ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডস্থ আই.জে.এ.বি মিলনায়তনে শাখা সভাপতি মুহাম্মাদ নাজিম হাওলাদার নাঈমের সভাপতিত্বে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার উপ-কমিটির সমন্বয়ক মুফতী আবু বকর সিদ্দীক।
শাখা সাধারন সম্পাদক মোহাম্মাদ মাহাতাব ইবনে রফিকের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তারবিয়াত প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মো. আব্দুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মো. মামুন অর রশিদ।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি মাও. আব্দুল্লাহ আল মাসুম, সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া,মাও. সিরাজুল ইসলাম, সেক্রেটারি মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও থানা যুব আন্দোলনের সাবেক সভাপতি মো. আজাদ মোল্লা, যুব আন্দোলনের থানা সহ-সভাপতি মো. রিয়াজ হাওলাদার, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম বাপ্পি, অর্থ সম্পাদক মো. আজহারুল হুদা চৌধুরী, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মো. আমান উল্লাহ, উপসম্পাদক মো. ইয়াহিয়াহ, মো. সাব্বির হোসেন সহ থানার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এসএকে/