রাজধানীর মিরপুর ১৪ নম্বরের জামেউল উলুমের সাবেক নায়েবে মুহতামিম ও নাজিমে তালিমাত মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রোববার (১৮ মে) সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ১২ মে তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে সিলেটের ওই হাসপাতালে ভর্তি করে সিসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান।
মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরীর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে। আজ বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
বিশিষ্ট এই মুহাদ্দিস জামেউল উলুম ছাড়াও হবিগঞ্জের উমেদনগর মাদরাসা এবং ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকামে শিক্ষকতা করেছেন।
মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী অত্যন্ত ছাত্রবান্ধব ছিলেন। তাঁর ইন্তেকালে ছাত্র ও ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।
ছাত্ররা জানান, মাওলানা আহমদ আব্দুল্লাহ চৌধুরী ছিলেন ছাত্র গড়ার মহান কারিগর। অত্যন্ত পরিশ্রমী আলেম ছিলেন। তিনি জীবনভর ইলমের আলো ছড়িয়েছেন। তাঁকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সেই দোয়া করছেন সবাই।
এনএইচ/