রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ।। ১২ মাঘ ১৪৩১ ।। ২৬ রজব ১৪৪৬

শিরোনাম :
গেল ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা : রিজভী মধুপুর পীরকে দেখতে হাসপাতালে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ  আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য: চরমোনাই পীর ‘ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলা ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়’ জানুয়ারির ২৫ দিনে প্রবাসী আয় এসেছে ২০ হাজার কোটি টাকা টঙ্গীর জামি’আ রহমানিয়া সওতুল হেরায় ভর্তির সুযোগ ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ যুব মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা গঠন সম্পন্ন কাল ইসলামী আন্দোলন আমীরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনপত্র ও প্রবেশপত্র বিতরণ শুরু

‘গণ-অভ্যুত্থানের সুফল পেতে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তদলীয় সংলাপ জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যুনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারো গভীর খাদের কিনারায় পৌঁছাবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। আমাদের ভুলে গেলে চলবে না, পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের বিদেশী প্রভুর ইন্ধনে বিগত মাসগুলোতে দেশে সাম্প্রদায়িক উস্কানি, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা, বিভিন্ন অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্য অটুট রাখতে স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত থাকা দরকার। প্রকাশ্যে বিভেদ ও কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য্য দাবি।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আমীর আরও বলেন, বিশাল চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু করলেও বেশ কিছু ক্ষেত্রে সফলতা আনতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আবার কিছু অদূরদর্শী সিদ্ধান্তের কারণে তাদেরকে সমালোচনারও মুখোমুখি হতে হচ্ছে। এই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় এখনো দাঁড় করাতে পারেনি। জুলাই গণহত্যার দায়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন চার্জশিট জমা দিতে পারেনি। ৫ মে গণহত্যা সহ খুনী হাসিনার আমলে সংঘটিত সকল গুম ও হত্যাকাÐের আসামীদের বিরুদ্ধে এখনো সুস্পষ্ট সাক্ষীপ্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। বিগত সাড়ে ১৫ বছরে আলেম-উলামা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি। ফ্যাসিস্টের তাবেদার কিছু আমলা ও ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনে এখনো ঘাপটি মেরে রয়েছে। শহীদ ও আহত বেশ কিছু পরিবারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ উঠেছে। প্রায় শতাধিক পণ্যের উপর অতিরিক্ত কর ও ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি করে জনমনে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে। এখনো পাচারকৃত কোন অর্থ ফিরিয়ে আনতে পারেনি। গত সেপ্টেম্বর মাসে ১১ টি সংস্কার কমিশন গঠন করলেও এখনো পর্যন্ত মাত্র ৪টি কমিশন তাদের রিপোর্ট জমা দিতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উপরোক্ত সীমাবদ্ধতাগুলো উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল ও কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন না করার নিশ্চয়তা সহ সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকী পরিবর্তনের চেয়েও সেবা এবং নৈতিক মানগত উন্নতি নিশ্চিত করার প্রতি আহহ্বান জানাচ্ছি।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ