সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ ।। ১৩ মাঘ ১৪৩১ ।। ২৭ রজব ১৪৪৬


মধুপুর পীরকে দেখতে হাসপাতালে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে যান পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের নেতৃবৃন্দ। এ সময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চান তারা।

শনিবার সন্ধ্যায় দুপুরে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর শাইখুল হাদীস ডক্টর শহীদুল ইসলাম ফারুকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ। 

এ সময় পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের খুলনা জেলা আমীর মাওলানা সোহরাব হুসাইন, নারায়নগঞ্জ জেলা আমীর মাওলানা ইয়াছিন আহমাদ জিহাদি, শাইখুল হাদীস মাওলানা রফিকুল ইসলাম নদভী, রাহুল বিশ্বাস, জিশান আহমদ সহ পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি হন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ