বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৩০ মাঘ ১৪৩১ ।। ১৪ শাবান ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশে এসেছেন আল্লামা সৈয়দ আজহার মাদানী ক্ষমা লাভের অনন্য রাত লাইলাতুল বরাত আ.লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টাকে ৩০০ প্রবাসীর চিঠি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান আমিরাতের মন্ত্রী চরপাথালিয়া মাদরাসায় এক বছরে হাফেজ হয়েছেন ৫৬জন সিলেট দারুল মাহমুদ মাদ্রাসায় হিফয সমাপন ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত আয়নাঘর ঘুরে যেসব তথ্যের ভেরিফিকেশন করলেন সাংবাদিক তাসনিম খলিল ‘পলাতক ফ্যাসিস্টদের আক্রমণের প্রথম শহীদ গাজীপুরের কাশেম’ সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না : জামায়াতে ইসলামী মৌলভীবাজারে জামেয়া দ্বীনিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণ ভিত্তি স্থাপন ও রমজান ফুড প্যাক বিতরণ

জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মিরপুর ইউনিয়ন শাখার কাউন্সিল ও গণসমাবেশ গত ১২ ফেব্রুয়ারি বুধবার বিকালে মিরপুরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং মাওলানা শাহীনূর রহমান শাহীন ও হাফিজ আনহার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। প্রধান বক্তার বক্তব্যে রাখেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা ওযায়রুল হক মমনু। বিশেষ বক্তার বক্তব্যে রাখেন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবীব, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ, ডাক্তার মাওলানা ওয়ালী উল্লাহ, আহ্বায়ক জগন্নাথপুর পৌর জমিয়ত, হাফিজ মাওলানা আলী নূর আহ্বায়ক পাইলগাও ইউনিয়ন জমিয়ত, ডাক্তার মোঃ শামসুল হক সভাপতি কলকলিয়া ইউনিয়ন জমিয়ত, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ খান সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, শান্তিগঞ্জ উপজেলার প্রচার সম্পাদক আব্দুর রহমান জামী, ছাত্র  জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ মারজান প্রমূখ। 

শত শত সমর্থক এবং কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট মিরপুর ইউনিয়ন জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-

সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা জিকলুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুকুর আলী, প্রচার সম্পাদক শামীম আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক বিলাল আহমেদ, যুব বিষয়ক সম্পাদক হাফিজ আনহার উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জাভেদ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তালহা আলম মিরপুর ইউনিয়নের জনগণের কাছে এলাকার সন্তান হিসেবে দলমতের উর্দ্ধে সমর্থন এবং ভালোবাসা চান সৈয়দ তালহা আলম। মিরপুর ইউনিয়নের উন্নয়নে জমিয়ত প্রার্থীর বিকল্প নেই। আগামীতে মিরপুর ইউনিয়নকে এগিয়ে নিতে সবাইকে দলমতের উর্দ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ