রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ।। ১২ মাঘ ১৪৩১ ।। ২৬ রজব ১৪৪৬

শিরোনাম :
গেল ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা : রিজভী মধুপুর পীরকে দেখতে হাসপাতালে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ  আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য: চরমোনাই পীর ‘ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলা ফ্যাসিবাদকে মনে করিয়ে দেয়’ জানুয়ারির ২৫ দিনে প্রবাসী আয় এসেছে ২০ হাজার কোটি টাকা টঙ্গীর জামি’আ রহমানিয়া সওতুল হেরায় ভর্তির সুযোগ ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ যুব মজলিস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা গঠন সম্পন্ন কাল ইসলামী আন্দোলন আমীরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনপত্র ও প্রবেশপত্র বিতরণ শুরু

আ.লীগ আসলে ফের ফ্যাসিবাদ আসবে, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে; ওই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি; তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।

তিনি বলেন, খুনিদের বিচার ও শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার। শনিবার  দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর হাসিনার স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।

তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে।  ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধী দলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাই না।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিকালে লক্ষীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন উপদেষ্টা মাহফুল আলম।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ