শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ ।। ৯ মাঘ ১৪৩১ ।। ২৪ রজব ১৪৪৬

শিরোনাম :
ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন দুদকের মামলায় খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়ায় ইফতা বিভাগে ভর্তির সুযোগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: বাহারুল আলম কাল জামি'আ মোহাম্মাদিয়া আরাবিয়ায় বুখারীর শেষ সবক পড়াবেন শায়খ সাজিদুর রহমান সৌদি আরবে বজ্রঝড়ের পূর্বাভাস, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ খুলনা মহানগরের কমিটি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪ বছরে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি সিলেটের গওহরপুর মাদরাসার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে যা বললেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
 সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে। আমরা আশা করছি- ফেব্রুয়ারির মধ্যেই সেই রাজনৈতিক দলের আমরা দেখা পাব।

তিনি বলেন, “এরই মধ্যে ২০০ থানা কমিটি আমরা করেছি। জানুয়ারির মধ্যেই চার শতাধিক থানা কমিটি হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে। অনেক নাম প্রস্তাবনা এসেছে। যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের সংগঠক আলমগীর নয়ন, এম আলমগীর কবির, ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, এম আই সুমন, খন্দকার ময়নুল হক মীম, রিফাত হাসান প্রমুখ।

এর আগে তিনি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার দুঃস্থ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগ শেষে আখতার হোসেন বলেন, বাংলাদেশের মানুষ ২৪ এর আন্দোলনে এসেছে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে। সেই গড়তে চাওয়ার জায়গা থেকে বাংলাদেশের মানুষ সংস্কারগুলো চায়। মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সেই কারণেই আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। আমরা মনে করি, বাংলোদেশের সামনের যে নির্বাচন আসতেছে, সেটি একটি গণপরিষদ নির্বাচন হবে।”

আখতার হোসেন বলেন, “আমরা স্পস্ট করে বলছি- খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে নারকীয় গণতহত্যা করে গেছে তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনওভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে আমরা ফিরতে দেবো না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে যারা নির্বাচনে আনার পাঁয়তারা করছেন তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সব শক্তি নিয়োগ করবে।”

আখতার হোসেন বলেন, “বাংলাদেশে যদি পতিত ফ্যাসিবাদীদের কোনওরূপ কোনও আস্তানা, কোনওরূপ কোনও আস্ফালন সেটা ফেসবুকে বা অন্যত্র দেখি, তাহলে আমরা আইনশৃঙখলা বাহিনীকে বলব, তাদের বিরুদ্ধে যেন স্পস্টত কার্যকর, কঠিনতম ব্যবস্থা নেওয়া হয়।”

আখতার হোসেন বলেন, “বিএনপির অংশগ্রহণ ছিল না ১৪, ১৮ বা ২৪ এর নির্বাচনগুলোতে। তাতে করে সেই সব নির্বাচন একতরফা নির্বাচন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। অনেকেই ভাবছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে সেটাকেও একতরফা নির্বাচন বলে সাব্যস্ত করা হতে পারে। এমন ভাবনা ঠিক নয়।”

কেমন হবে নতুন সেই রাজনৈতিক দল সে বিষয়ে আখতার বলেন, বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করব না। একইভাবে হিন্দু, উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদের যে জায়গাগুলো আছে সেগুলোও আমরা বরদাশত করব না। বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবসা করতে চায়, সম্প্রীতিতে বসবাস করতে চায়। সম্প্রীতির মধ্যমপন্থী এক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। সেই জায়গা থেকেই আমাদের এই রাজনৈতিক দল।

পরে তিনি কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাউনিয়া ও পীরগাছা উপজেলার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ