শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ।। ২৬ পৌষ ১৪৩১ ।। ১০ রজব ১৪৪৬

শিরোনাম :
রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ  ‘হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণের এখতিয়ার সৌদি সরকারের, মন্ত্রণালয়ের নয়’ স্বাস্থ্যখাত সংস্কারে মেডিকেল স্টুডেন্টস ফোরামের ৫৩ দফা প্রস্তাবনা চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক: স্বপ্নসিঁড়ি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ ‘বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানি দিয়ে ভূমি দখলের পায়তারা করছে’ চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ, যথাসময়ে হবে বিশ্ব ইজতেমা ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রা. আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘একাত্তরের লড়াই ছিল পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে। একইভাবে চব্বিশের লড়াইও ছিল আওয়ামী জাহিলিয়াত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘এই দুটি লড়াই ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই। সুতরাং একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিষয়টি এমন নয়। এই দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা রয়েছে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন জনমতের লক্ষ্যে প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে তিনি উপজেলা সদর এলাকায় বিভিন্ন দোকান, পথচারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় দেবীদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘১৯৭১ ব্যর্থ হয়েছে বলে ২০২৪ এসে থামতে হয়েছে। আবার যদি চব্বিশ ব্যর্থ হয় তাহলে হয়তো অন্য কোনো ক্ষেত্রে ইতিহাসের কোনো এক পর্যায়ে আমাদের নিজেরদের প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। সুতরাং একটি অপরটির মুখোমুখি দাঁড় না করিয়ে বরং একটি অপরটি ইতিহাসের প্রতারিত হয়েছে সে হিসেবে দেখা উচিত। রাজনৈতিক মতপার্থক্য রয়েছে সেগুলো আলোচনার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত।’

তিনি বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা হওয়ার কথা ছিল, যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটির ঘোষণা করা হবে। সে জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্খা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি, প্রান্তিক জনপথ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল সমাজের প্রত্যেকটি স্তুরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। পরবর্তী বাংলাদেশ বিনিমার্ণের ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্খা এই জুলাই গণঅভ্যুত্থনের ঘোষণাপত্রে যাতে প্রতিফলিত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হাসনাত বলেন, আমি আশা করছি, সরকার আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণা করার প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিবেন।

প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশনের ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির বিষয়ে তিনি আরও বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ এর পথযাত্রা এবং ১৯৭১ থেকে ২০২৪ এর পথযাত্রা সেটি সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রামের দীর্ঘ সময়ের যে ইতিহাস রয়েছে সে ইতিহাসের স্বীকৃতি থাকতে হবে। আওয়ামী জাহিলিয়াতের সময় খুন, গুম, হত্যা নির্যাতন, নিপীরণসহ আওয়ামীলীগ প্রণয়ন করেছে সেটারও বর্ণনা থাকতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ