শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কোরআনের দারস শেষে নবীনদের কোরআন বিতরণ করেছে ইসলামিক সোসাইটি অব রুয়েট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৪) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআনের দারস শেষে নবীনদের কোরআন, সিরাত গ্রন্থ, দোয়ার বই, দাওয়াহ সামগ্রী উপহার দেওয়া হয়।   
এছাড়াও ইসলামিক সোসাইটি অব রুয়েট কর্তৃক আয়োজিত সিরাহ কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয়। সিরাহ কনটেস্টে  প্রথম স্থান অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাউহিদুল ইসলাম ফাহিম।

কোরআনের দারস প্রদান করেন নুরুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি কুরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি বলেছেন, কুরআনের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক গড়তে হলে প্রথমেই কুরআনের আজমত (মহানত্ব) ও মর্যাদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 

তিনি আরও বলেন, রাসুল (সা.) আমাদের জন্য কুরআনের সাথে সম্পর্ক স্থাপনের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি চারটি পদ্ধতিতে কাজ করতেন। কোরআন তেলাওয়াত করে, তার সৌন্দর্য হৃদয়ে পৌঁছে দিতেন; আল্লাহর কালামের  গভীর অর্থ বুঝাতে কোরআন শিক্ষা দিতেন; হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতেন, যা আমাদের জীবন পরিচালনা করার জন্য অপরিহার্য; কুরআনের মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করতেন, যাতে তারা শিরক, পাপ, এবং নৈতিক দুর্বলতা থেকে মুক্ত হতে পারে।

তাই, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত জরুরী। কুরআনের মহত্ত্ব উপলব্ধি করা, তার শিক্ষায় নিজেকে আলোকিত করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মুসলিম হয়ে ওঠা আমাদের ঈমানের অপরিহার্য অংশ। 

দারস অনুষ্ঠানে আরও আলোচনা করেন ড. ইমতিয়াজ আহমেদসহ প্রমুখ। 

ইসলামিক সোসাইটি অফ রুয়েটের সভাপতি শেখ শাফি হাসান বলেন, "কুরআন ও সুন্নাহর ঐশী আলো ছড়িয়ে দিতে ইসলামিক সোসাইটি অফ রুয়েট নবীনদের জন্য এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয়। আমরা অত্যন্ত আনন্দিত যে সম্মানিত উলামায়ে কেরাম এবং শিক্ষকরা রুয়েটের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ উদ্যোগে শরিক হয়েছেন। মহান আল্লাহ তায়ালা এই আয়োজনে সহযোগীদের নেক নিয়ত কবুল করুক এবং তাদের বারবার শরিক হওয়ার তৌফিক করে দিক।"

দারসুল কুরআনে আরও উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, মানবিক বিভাগের প্রধান অধ্যাপক আবু বকর সিদ্দিক, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হাসান সরকার। 

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ