বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ ।। ২৪ পৌষ ১৪৩১ ।। ৮ রজব ১৪৪৬

শিরোনাম :

জামায়াত আমিরের সঙ্গে তরুণ আলেমদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কওমি ঘরানার তরুণ আলেমদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

মুফতি রেজাউল করীম আবরারের নেতৃত্বে তরুণ আলেমদের মধ্যে আরও ছিলেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী, কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ও বক্তা মাওলানা সাঈদ আহমাদ ও নির্বাহী পরিচালক শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। 

আজ সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের সেক্রটারি অধ্যাপক মিয়ার গোলাম পরওয়ারও উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মুফতি রেজাউল করীম আবরার। 

তিনি জানান, ওয়াজ-মাহফিল, ইসলামি রাজনীতি, আলেমদের একতার বিষয়ে সংকট দূরীকরণ ইত্যাদি বিষয়ে সৌজন্য বিনিময় হয়।

এদিকে কলরব শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয়ে মুহতারাম আমিরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের সাথে আজ মতবিনিময় হল। তিনি আন্তরিকতার সাথে বেশকিছু নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ইসলামপন্থী সকলের মধ্যে তিনি ঐক্যবদ্ধ পরিবেশ ধরে রাখার জোর মতামত ব্যক্ত করেন। অনেক ভালো লেগেছে তখন, তিনি যখন বলেছেন আমি একজন কলরবের শ্রোতা। আল্লাহ আমাদের সকলকে এক নেক থাকার তাওফিক দান করুন। আমিন।’

সাক্ষাৎ বিষয়ে মুফতি লুৎফর রহমান ফরায়েজী এক ফেসবুক স্ট্যাটাসে লিখে জানান, ‘মুহতারাম আমীরে জামাআতের সাথে একটি হাস্যোজ্জ্বল মুহূর্ত! একসাথে ছবি মানেই নিজের আদর্শ বিক্রি করা নয়। মতভেদের পরও পারস্পরিক সম্মান ও সৌহার্দ বজায় রাখার প্রত্যয়। মাহফিলকেন্দ্রিক জটিলতা বিষয় তৃণমূলে বার্তা দিবেন বলে আন্তরিক প্রতিশ্রুতি দিয়েছেন আমীরে জামাআত। সেইসাথে ইসলাম ও দেশের বৃহৎ স্বার্থে নির্দিষ্ট স্তরে একতাবদ্ধ থাকার দৃঢ়তার কথাও বললেন চমৎকার মানুষ আমীরে জামাআত ডাঃ শফিকুর রহমান।’

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ