১২ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে একটু আগে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয় তাকে বহনকারী গাড়ি।
মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ছেড়ে বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়া হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় তিনি হাসপাতাল ছাড়েন।
এনএ/