আওয়ামী লীগ তার রাজনীতির নানা ছবির মাধ্যমে ইতিহাস তুলের ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
শুক্রবার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে।
তিনি বলেন, দেশের জেলা-উপজেলা পর্যায়েও সংবাদ চিত্র প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নগরী গড়ে তোলার চেষ্টায় নানা উদ্যোগ নেয়ারও কথা জানান তিনি৷
হাআমা/