পবিত্র হজ করতে সৌদি আরব গিয়ে আরো একজন হজযাত্রী মারা গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২১ মে) মক্কায় মো. লুৎফর রহমান নামে এ হজযাত্রী মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেলেন।
আজ বুধবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য মতে, এখন পর্যন্ত ৮৭টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৭৪১ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন। তা ছাড়া এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪টি ভিসা ইস্যু করা হয়েছে।
এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
গতকাল মঙ্গলবার (২১ মে) মো. লুৎফর রহমান নামে এক হজযাত্রী মক্কায় মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী। এর আগে গত ১৮ মে মো. মোস্তফা (৮৯) নামে একজন মক্কায় এবং ১৫ মে মো. আসাদুজ্জামান নামে একজন মদিনায় মারা যান।
এনএ/