শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পঞ্চগড়ে কাদিয়ানি তথাকথিত আহমদিয়া সম্প্রদায়ের মামলায় নিরিহ মুসলমানদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

শনিবার (১৮ মে) সকাল ৮ টায় খতমে নবুওয়ত কার্যালয়ে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশের এক বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক ৩৭ টি ষড়যন্ত্রমুলক মামলায় নাম উল্লেখ করে প্রায় আড়াই হাজার নিরিহ মুসলমানদের আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েক হাজার। এ সকল মামলার মাধ্যমে কাদিয়ানিরা সরল ও নিরিহ মুসলমানদের কাদিয়ানী হওয়ার জন্য চাপ দিচ্ছে। অন্যথায় তারা গ্রেফতার ও জেলহাজতের ভয় দেখাচ্ছে। গ্রেফতার আতঙ্কে জনগণ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে।

নেতৃবৃন্দ গ্রেফতাকৃতদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর কাউকে গ্রেফতার বা হয়রানি করা হলে আপামর জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংগঠনের আহ্বায়ক মাওঃ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মুফতী আরিফ বিল্লাহ, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা নাজমুল হক, মুফতী আরিফুল ইসলাম, মাওলানা ফরিদুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহসহ প্রমুখ ওলামায়ে কেরাম।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ