সোমবার, ২০ মে ২০২৪ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (৯ মে) সকালে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। এ সময় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এতে হজযাত্রীরা অংশ নেন।

ধর্মমন্ত্রী বলেন, বিমানে যাতায়াতের সময় হজযাত্রীরা যেন কোনো ধরনের অসহায়ত্ববোধ না করেন কিংবা অস্বস্তিতে না পড়েন সেদিকে দৃষ্টি রাখতে হবে।

হজযাত্রা যেন নিরাপদ হয় আল্লাহর কাছে সেই দোয়া করে ফরিদুল হক খান বলেন, ‘আল্লাহ যেন আমাদের হজযাত্রাকে সহজ ও নিরাপদ করে দেন। সমস্ত বালা মুসিবত থেকে হজযাত্রীদের যেন সুরক্ষিত রাখেন।’

হজযাত্রীদের আবেগ-অনুভূতিকে সম্মান দেখাতে সেবা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের অনেক হজযাত্রী আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজযাত্রীদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো আপনারা সর্বোচ্চ সেবা দেবেন। হজযাত্রীদের লাগেজ লোডিং-আনলোডিংয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।’

ফরিদুল হক খান বলেন, হজযাত্রা যাতে আরামদায়ক হয় এবং কোনোভাবে যাতে যাত্রীরা কষ্ট না পান, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এছাড়া তাদের স্ন্যাক্স বা খাবারের দিকে বিশেষ যত্ন নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম-২০২৪-এর (হিজরি ১৪৪৫) উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে হজ কার্যক্রমের উদ্বোধনের পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাংলাদেশের জনগণের জন্য হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে। তবে ভিসা কার্যক্রম এখনো শেষ হয়নি। এই কাজ শেষ করতে দ্বিতীয় দফায় আগামী ১১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে এবার মোট ৮৬ হাজার ৫২৭ জন হজযাত্রীর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে, যার সংখ্যা ৪৩ হাজার ৮৯৯ জন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ