আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ তিন দিনে সতর্কবার্তায় জানিয়েছেন, শনিবার (১১ মে) বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা/ঝোড়োহাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এর আগে গত রবিবার ( ৫ মে) তিন দিনের জন্য একই সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া অফিস।
এনএ/