শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ ।। ৯ মাঘ ১৪৩১ ।। ২৪ রজব ১৪৪৬

শিরোনাম :
ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন দুদকের মামলায় খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়ায় ইফতা বিভাগে ভর্তির সুযোগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: বাহারুল আলম কাল জামি'আ মোহাম্মাদিয়া আরাবিয়ায় বুখারীর শেষ সবক পড়াবেন শায়খ সাজিদুর রহমান সৌদি আরবে বজ্রঝড়ের পূর্বাভাস, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ খুলনা মহানগরের কমিটি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪ বছরে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি সিলেটের গওহরপুর মাদরাসার ফুযালা ও প্রাক্তন ছাত্রমিলনী অনুষ্ঠিত মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে যা বললেন নাহিদ ইসলাম

এপ্রিলে কতবার কত কমল-বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এপ্রিল মাসে স্বর্ণের দাম বাড়ার রেকর্ড গড়েছে। কিন্তু স্বর্ণের সেই দাম ধরে রাখতে পারেনি। দাম সর্বোচ্চ বাড়িয়ে পরবর্তীতে সাত ধাপে কমানো হয়েছে। এপ্রিলে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৩৩ টাকা।     

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। পরবর্তীতে দাম বেড়ে গত ১৮ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। পরে গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। ওইদিন বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি তিন হাজার ১৩৮ টাকা কমিয়ে দাম হয়েছিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। 

এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। ওইদিন শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। পরে সপ্তম ধাপে কমে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১১ হাজার ৪১ টাকায় দাঁড়িয়েছে। টানা সাত দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম আট হাজার ৩৮৭ টাকা কমেছে। কিন্তু চলতি মাস হিসেবে ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৩৩ টাকা। 

গত সোমবার বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা, গত ২৫ এপ্রিল এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, ২৪ এপ্রিল এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা এবং ২৩ এপ্রিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। 

এর আগে ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। ৮ এপ্রিল ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা এবং ৬ এপ্রিল ভরিপ্রতি দাম ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। কিন্তু এপ্রিলের শুরুতে ভরিপ্রতি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। 

আগে স্বর্ণের দাম আপডেট অনিয়মিত ছিল জানিয়ে স্বর্ণ বিক্রেতারা জানান, বর্তমানে প্রত্যেক দিন স্বর্ণের দাম আপডেট হচ্ছে। এটা আন্তর্জাতিক নিয়ম। এই নিয়মের সাথে দেশের ক্রেতা-বিক্রেতারা অভ্যস্ত ছিল না। প্রতিদিন দাম নির্ধারণ হচ্ছে এটা ভালো। দেশের মানুষের কাছে এ বিষয়টি অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ