মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ১ আশ্বিন ১৪৩১ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে বিশেষজ্ঞ ও ডিএমপিকে নির্দেশ প্রধান উপদেষ্টার রাষ্ট্র ব্যবস্থার কাঙ্খিত সংস্কারে আলেম সমাজকেও এগিয়ে আসতে হবে: জমিয়ত নেতৃবৃন্দ ধর্ম উপদেষ্টার সঙ্গে সিলেট আলেম প্রতিনিধির সাক্ষাৎ, আলোচনায় ইসলামিক ফাউন্ডেশন হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সংবর্ধনা, সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘আদর্শ নাগরিক গঠনে ভূমিকা রাখছে উলামায়ে কেরাম’ মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ: ধর্ম উপদেষ্টা খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র ও সমাজ শীর্ষক সীরাতুন্নবী সা. সেমিনার অনুষ্ঠিত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে তেজগাঁও কলেজের ইতিহাসে প্রথম সর্ববৃহৎ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাসুল (স.) এর আদর্শ পৃথিবীকে শত শত বছর নেতৃত্ব দিয়েছে: চবি অধ্যাপক

খতমে নবুওয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি খলিল আহমাদ ও মাওলানা সাজিদুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

তাহাফফুজে খতমে নবুওয়তের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হলেন  আল্লামা খলিল আহমাদ কাসেমী ও আল্লামা সাজিদুর রহমান।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতির কার্যালয় জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসায় সংগঠনের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমাদ কাসেমী এবং জামিয়া দারুল আরকাম বি-বাড়িয়ার মহাপরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান। সভায় আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ এর সকল জেলা ও উপজেলা কমিটি গঠন ও পূর্ণগঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভাপতি বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমাদেরকে ঈমান ও আকিদা হেফাজতের দাবির ব্যাপারে এবং কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন করতে হবে। এজন্য আমরা দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ এলাকার মসজিদে খতমে নবুওয়ত ও রদ্দে কাদিয়ানিয়াত (কাদিয়ানিদের ভ্রান্তি উন্মোচনের) ওপর আলোচনা করার উদ্যোগ গ্রহণ করুন।

মহাসচিব আল্লামা শায়েখ মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা আগামী ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন করার উদ্যোগ নিয়েছি। এই সম্মেলনের আগেই আমরা ঢাকার সকল জোন কমিটি, ঢাকা মহানগর কমিটি এবং দেশের সকল জেলা, উপজেলা ও মহানগর এর কমিটি পুনর্গঠনের কাজ শেষ করবো ইনশাআল্লাহ। 

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি ডঃ আহমাদ আব্দুল কাদের, মাওলানা জহুরুল ইসলাম, মহাসচিব আল্লামা শায়েখ মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা শওকত হোসেন সরকার, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান সাঈদ, সহকারী মহাসচিব এনামুল হক মুসা, মাওলানা শিব্বির আহমাদ কাসেমী, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সুলতান মুহিউদ্দীন, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আল আমীন, মুফতী মাহমুদুর রহমান, মুফতী আকরাম হোসাইন, মুফতী সুলতান মাহমুদ ও মাওলানা খালেদ বিন নূর প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ