সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের সহযোগীতায় সিরাত বিষয়ক কুইজের আয়োজন করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমখাঁ বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আলা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মামুনূর রশিদ, সাংবাদিক তালহা ইবনে রেজা ও সাইফুল আমিন রুবেল।
উন্মুক্ত এই প্রতিযোগীতায় প্রাইমারির পাশাপাশি হাইস্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
আয়োজক শিক্ষার্থী আব্দুল মুবিন বলেন, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাঁর আদর্শ ছড়িয়ে দিতেই আমাদের সিরাত পাঠ ও কুইজ প্রতিযোগীতার আয়োজন।"
হাআমা/