সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র ও সমাজ শীর্ষক সীরাতুন্নবী সা. সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
খেলাফত মজলিস সেমিনার

রাজধানীর মিরপুরে ‘খেলাফত ব্যবস্থায় রাষ্ট্র ও সমাজ শীর্ষক সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মিরপুর-১১ বাসস্ট্যান্ড সংলগ্ন ফুয়াদ কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ  উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মাওলানা মোঃ আজিজুল হক ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু ইউসুফের যৌথ পরিচালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ডাক্তার রিফাত হোসেন মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার মুহাম্মদ আসাদুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ মাওলানা জিন্নাত আলী, জিদ্দা খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা জিয়াউল হাসান আজহারী।

মাওলানা লিয়াকত আলী সাহেবের পক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন মহানগরী উত্তরের দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল খান।

প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার এমদাদুল হক (অব:), শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, লেখক, গবেষক ও মুফাসসিরে কোরআন মাওলানা জাকির হোসেন কাসেমী, জামিয়া বোস্তানুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আনোয়ার হোসাইন বিন্নুরী।

আরো উপস্থিত ছিলেন মহানগরী শাখার সহ-সভাপতি এম এ সালাম, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান,  সাংগঠনিক সম্পাদক মজিবুল হক ও মাওলানা কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বশির উল্লাহ মামুন ও মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, শিল্প বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইন্জিনিয়ার ইমরান হোসেন, শ্রমিক মজলিস সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, শ্রমিক মজলিসের সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইন্জিনিয়ার শেখ মতিউর রহমান, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মুহাম্মদ সালমান প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ