বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের দেশে ফিরে যে স্বপ্নের কথা বললেন বিশ্বজয়ী হাফেজ আনাস প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময় ‘সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে’ ‘পরিবারে মতভেদ বাগ্‌বিতণ্ডা হবে, কিন্তু কেউ কারও শত্রু হবো না’ সিইসি হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন অটোচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যান চলাচল শুরু

থ্রিলারেও সমাজে ভালো ম্যাসেজ দেয়া সম্ভব : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

থ্রিলারের মাধ্যমেও সমাজকে ভালো ম্যাসেজ দেয়া সম্ভব অভিহিত করে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মাসউদুল কাদির রচিত ফিদা সিরিজের প্রথম বই ‘অপারেশন্স হিলট্র্যাক্টস-১’-এর ভাষা মার্জিত, বর্ণনাভঙ্গি সাবলীল। আশা করি, তিনি আরো এমন গ্রন্থ লিখে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করবেন। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম ইসলামী বইমেলা চত্বর মিলনায়তনে তিনি এসব কথা বলেন।

কুরআনের বিশুদ্ধ নুসখা বাজারে দেয়াটা পুণ্যের কাজ দাবি করে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, আমি বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাই। তিনি কুরআনের এই নতুন সংস্করণের কাজ সম্পাদন করে জাতিকে ভুলের হাত থেকে রক্ষা করেছেন।

ড. আহমদ আবদুল কাদের-এর তিনটি বইয়ের পাঠ উন্মোচন নিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, ড. আহমদ আবদুল কাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তিনি বহুমাত্রিক মেধার অধিকারী। তার লেখায় রয়েছে অন্তরদৃষ্টির পসরা। তিনি পাঠককে সম্মোহন করতে পারতেন।

প্রজন্ম থেকে প্রজন্মান্তরের সঞ্চালন বই ছাড়া সম্ভব নয় উল্লেখ করেন খালিদ হোসেন। বলেন, বর্তমান প্রকাশিত বইগুলোতে জ্ঞান-বিজ্ঞানের চর্চা রয়েছে। এসব আমরা যখন পাঠ দেব, পাঠ নেব, তাতে আগামী প্রজন্ম আলোকিত হবে।

সাহিত্যের মাধ্যমে ভিন্নমত প্রসারের ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বহু আগে থেকেই সাহিত্যের মাধ্যমে ভিন্নমত ঢুকিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা এ ধারার পরিবর্তন করতে চাই। আমরা ইসলামী ভাবধারায় জাতিকে ফিরিয়ে আনতে চাই।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্স স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ড. আহমদ আবদুল কাদের, মুফতী মঈনুদ্দীন খান, মুফতী আবুল হাসান শামসাবাদী, মাওলানা কেফায়েতুল্লাহ, মাওলানা লিয়াকত আলী, আহমদ বদরুদ্দীন খান, খন্দকার সাইফুদ্দীন আহমদ, জহির উদ্দিন বাবর, মুফতী হুমায়ুন আইয়ুব, কবি মুনীরুল ইসলাম, কবি জিয়াউল আশরাফ, মুফতী আবু বকর সিরাজী, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী আবদুল্লাহ তামিম, মুফতী কাজী সিকান্দার প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ