শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

নকীব পদক পাচ্ছেন দুই লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় শিশু-কিশোর সাময়িকী মাসিক নকীব গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও গুণী লেখকদের পদক দেবে।

আগামীকাল বুধবার (২০ নভেম্বর) পদক প্রদান এবং জাতীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বেলা আড়াইটা থেকে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এবার মাসিক নকীব দুই গুণী লেখককে পদক দিয়ে সম্মানিত করবে বলে সূত্রে জানা গেছে। তবে কোন দুই লেখক এবারের পদক পাচ্ছেন সেই নাম এখনো প্রকাশ করেনি পত্রিকাটি।

জানা গেছে, দুই লেখকের মধ্যে একজন প্রবীণ এবং একজন তরুণকে এবার নকীব পদক প্রদান করা হবে। 

মাসিক নকীব-২০২১ সাল থেকে নকীব পদক প্রবর্তন করে। গুণী লেখকদের এই পদক প্রদান করে আসছে পত্রিকাটি। ২০২১ সালে নকীব পদক পান বরেণ্য শিশু সাহিত্যিক মরহুম কবি মহিউদ্দিন আকবর, জনপ্রিয় লেখক, আলেম মুহাম্মদ যাইনুল আবিদীন ও বিশিষ্ট শিশু সাহিত্যিক গল্পকার এনায়েত রসুল।

২০২২ সালে বিরতি দিয়ে ২০২৩ সালে আবারও পদক প্রদানের ধারা চালু হয়। তখন মরণত্তোর পদকপ্রাপ্ত হন বাংলাদেশের ইসলামি সাহিত্যের জাগরণ সৃষ্টিকারী লেখক, সিরাত গবেষক মাওলানা মুহিউদ্দীন খান রহ.। সময়ের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক, অনুবাদক ইয়াহইয়া ইউসুফ নদভী, বিশিষ্ট লেখক গল্পকার আহমেদ রিয়াজ। 

এবার দুইজন লেখককে পদক দেওয়া হবে বলে জানিয়েছেন নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ। এর মধ্যে একজন প্রবীণ এবং একজন তরুণ বলে জানিয়েছেন তিনি। তবে অনুষ্ঠানের আগে নাম প্রকাশ করা হবে না বলে জানান তিনি। 

নকীব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা লিয়াকত আলী, মুহাম্মদ যাইনুল আবিদীন, ইয়াহইয়া ইউসুফ নদভী, মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী আমীমুর ইহসান, আহমদ বদরুদ্দীন খান, মুফতি এনায়েতুল্লাহ ও মিরাজ রহমান।

আমন্ত্রিত অতিথিদের তালিকায় আরও রয়েছেন এনায়েত রসুল, আহমেদ রিয়াজ, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, মুনীরুল ইসলাম, আতাউর রহমান খসরু, আবদুল্লাহ তামিম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাসিক নকীবের সম্পাদকমণ্ডলীর সভাপতি নূরুল বশর আজিজী।

সঞ্চালনা করবেন সম্পাদক মুহা. মেহেদী হাসান ও নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ