বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ কার্তিক ১৪৩১ ।। ২৮ রবিউস সানি ১৪৪৬


রক্ত নদীর কিনারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হুদা মজনু ||

এ কেমন সময় এলো

নিজেকেই বিশ্বাস করতে পারছি না।

যতই চোখ রাখি সামনের দিকে কেবলই প্রশ্নবোধক চিহ্ন

দাড়ি কমা হসন্ত সারি সারি

শুয়ে আছে ক্ষতবিক্ষত

শহীদ আবু সাঈদ আর মুগ্ধের মতো।

কে কারে শপথ পড়ায়

জাতি উদ্ধারে দলিল দস্তাবেজ হারিয়ে।

স্রোতবহা রক্ত নদীর কিনারে পসরা সাজিয়ে বসেছে

বুদ্ধি-বাণিজ্যের হাট!

চার দিকে চলমান বিবেকের বেচাকেনা

দেশী-বিদেশী দালাল ফড়িয়ার ঠোঁটে তির্যক হাসি

স্ফীত পকেট ভর্তি ডলারে;

উল্টাপাল্টা গান গায় উচ্ছ্বাসে উদ্দাম নৃত্য রেস্তোরাঁ ও বারে।

কোটি কোটি মানুষের প্রাণের আকুতি হৃদয়ের চাওয়া অঙ্কুরেই কি হবে শেষ?

এত প্রশ্নের জবাব দেবে কে–

মাদকাসক্ত যেন সোনার বাংলাদেশ!!

লেখক: সাহিত্যিক ও সাংবাদিক

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ