বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ।। ৪ আশ্বিন ১৪৩১ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান টেলিযোগাযোগ উপদেষ্টার মেরামতের পর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু শহীদদের পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ ও আহতরা ১ লাখ টাকা করে পাবেন ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেলো ৪ প্রকল্প স্বাধীন শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবিতে শুক্রবার রাজধানীতে ‘শিক্ষা সমাবেশ’ কওমি সনদের যথাযথ মূল্যায়নের দাবিতে কাল জাতীয় সেমিনার সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে সিলেটে শাপলা শহিদ জাহিদের কবর জিয়ারতে নাগরিক আলেমসমাজ উসকানিদাতা কবি, সাংবাদিকরাও বিচারের আওতায় আসবেন: তথ্য উপদেষ্টা এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ; পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জাতীয় লেখক পরিষদের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ; পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’

রাজধানীতে জাতীয় লেখক পরিষদের আয়োজনে ‘জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ; পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৭সেপ্টেম্বর) শনিবার বিকাল ৩ টায় পুরানা পল্টনস্থ রিসোর্সফুল সিটিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামছুল হুদা। কুরআন তিলাওয়াত শেষে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তামাদ্দুনের কিশোরশিল্পী ইমাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লব্ধপ্রতিষ্ঠ লেখক ও গবেষক মাওলানা মনযুর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুফতী কামরুল হাসান রাহমানী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আফজাল হোসাইন, কম্পিউটার বিষয়ক লেখক জনাব আজীজুর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতী আবদুল কাইয়ুম, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান, এবিএম লোকমান হোসেন, বাংলাদেশ মুসল্লী কমিটির চেয়ারম্যান বিএম আমির আলী হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় লেখক পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতী শাইখ মুহাম্মদ উছমান গনী, কবি মুহিম মাহফুজ, জেএলপির শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ আলেম সমাজের আহবায়ক মাওলানা রিদওয়ান হাসান ও সদস্য সচিব রকিব মুহাম্মদ, জেএলপির অর্থ সম্পাদক মুফতী এহসানুল হক, নির্বাহী সদস্য মুফতী আসাদুল্লাহ জাকির, ছাত্রনেতা নিজাম উদ্দিন আল আদনান, জাকির হোসেন ফরিদপুরী, সহসাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, কেন্দ্রীয় দফতর সম্পাদক বিএম আমীর জিহাদী, নবীনকন্ঠ সম্পাদক মাকামে মাহমুদ, কেন্দ্রীয় সদস্য জামিল সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে উল্লেখিত বিষয়ে বক্তব্য প্রদান করেন বক্তাগণ। সংগঠনকে এগিয়ে নিতে বেশকিছু দিকনির্দেশনাও প্রদান করেন তারা। অতিথিদের বক্তব্য শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ