মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৮ মাঘ ১৪৩১ ।। ১২ শাবান ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জায়নবাদী প্রভাব রুখতে হবে: ইন্তিফাদা ফাউন্ডেশন ১৯ফেব্রুয়ারি খাগড়াছড়ির কেন্দ্রীয় ইসলামী মহা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১৪ ফেব্রুয়ারির অশ্লীলতা রোধে কচুয়ায় স্কুলে স্কুলে ক্যাম্পেইন বইমেলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে শিক্ষার্থীদের মারধর এবং উপদেষ্টা মাহফুজ আলমের উসকানিমূলক বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে : সাধারণ আলেম সমাজ মৌলভীবাজারে ইমাদদুদীন অ্যাকাডেমির টেলেন্ট সার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত শাহপরানে ইনসান এইড’র বয়স্ক, বিধবা ওঅসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ রাষ্ট্র কাঠামোর ধ্বংসপ্রাপ্ত অঙ্গগুলো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া  শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মাওলানা ছিদ্দিকুর রহমান শতাব্দি ভবকে গ্রেপ্তার ও উপদেষ্টা মাহফুজের বক্তব্য প্রত্যাহার করতে হবে- বাংলাদেশ খেলাফত যুব মজলিস 

গাজা পুনরুদ্ধার বিষয়ে মালয়েশিয়ায় এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া আসছেন ।

দেশটির জনপ্রিয় গণমাধ্যম 'দি স্টার' অনলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির সূত্রে জানিয়েছে, এই সফর মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে ভালো সম্পর্কের প্রতিফলন। দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তিতে ক্রমাগত উন্নতি লাভ করেছে। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাসে দুই দেশের সম্পর্ক ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’ (কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশীপ - সিএসপি) পর্যায়ে উন্নীত হওয়ার পর থেকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবার পুত্রজায়ার পারদানা পুত্রা কমপ্লেক্সে এরদোয়ানকে সরকারি আয়োজনে স্বাগত জানানো হবে। এরপর তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে দুই নেতা মালয়েশিয়া-তুরস্ক কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশীপ সম্পর্কের অগ্রগতির মূল্যায়ন করবেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, হালাল শিল্প, জ্বালানি সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংযোগ বৃদ্ধির মতো বিষয়গুলোতে আলোচনার গুরুত্ব থাকবে।

সরকারি গণমাধ্যম বারনামার বরাতে নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। এর মধ্যে রয়েছে ২০২৫ সালে মালয়েশিয়ার আসিয়ান চেয়ারম্যানশিপ, তুরস্কের আয়োজনে চতুর্থ আনতালিয়া কূটনৈতিক ফোরাম,  ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা এবং গাজা পুনরুদ্ধার পরিকল্পনা।

২০২৫ সালে আসিয়ান চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়া আঞ্চলিক সংহতি ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আসিয়ানের ‘সেক্টরাল ডায়লগ পার্টনার’ হিসেবে তুরস্ক আসিয়ানের অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুরস্ক ২০১৭ সালে আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনারের মর্যাদা লাভ করে এবং ২০২৪-২০২৮ সময়কালের ‘আসিয়ান-তুরস্ক প্র্যাকটিক্যাল কোঅপারেশন এরিয়া’ চুক্তি উভয় পক্ষের কৌশলগত সহযোগিতার কাঠামো নির্ধারণ করেছে।

২০২৪ সালে তুরস্ক ছিল মালয়েশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম আমদানির উৎস। ২০২৪ সালে মালয়েশিয়া ও তুরস্কের মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৪.১৩ বিলিয়ন রিঙ্গিত (৫.২৮ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০২৩ সালের তুলনায় ১৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ