শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ।। ২৫ পৌষ ১৪৩১ ।। ১০ রজব ১৪৪৬

শিরোনাম :
রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ  ‘হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণের এখতিয়ার সৌদি সরকারের, মন্ত্রণালয়ের নয়’ স্বাস্থ্যখাত সংস্কারে মেডিকেল স্টুডেন্টস ফোরামের ৫৩ দফা প্রস্তাবনা চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক: স্বপ্নসিঁড়ি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ ‘বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানি দিয়ে ভূমি দখলের পায়তারা করছে’ চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ, যথাসময়ে হবে বিশ্ব ইজতেমা ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রা. আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

গাজা স্থল অভিযানে ইসরায়েলি ৪০০ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধে ৪৫ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তবে এমন নির্বিচার হত্যাকাণ্ডের পরও থেমে নেই প্রতিরোধ। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেশ ধকল সামলাতে হচ্ছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিকেও স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতিরোধের সামনে ধুঁকতে হচ্ছে।

সম্প্রতি গাজায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফলে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রাণ হারানো ইসরায়েলি সেনার সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

আগের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, ২০২৪ সালে সবমিলিয়ে ৩৬৩ জন সেনা প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই গাজায় নিহত হন।

সব মিলিয়ে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪০১ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের এই হামলায় অপ্রস্তুত ইসরায়েল হতবিহবল হয়ে পড়ে। প্রাণ হারান এক হাজার ২০০ মানুষ এবং হামাসের হাতে জিম্মি হন ২৫১ জন।

এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পরে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। সেদিনই শুরু হয় পাল্টা হামলা, যা আজ অবধি চলছে। মাঝে নভেম্বরে এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ছাড়া এই যুদ্ধে কোনো বিরতি নেই। ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের দাবি, এই সময়সীমার মধ্যে তারা ১৮ হাজার হামাস যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছে এবং আরও এক হাজার হামাস সদস্যকে ইসরায়েলি ভূখণ্ডে হত্যা করেছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ