সাইদুর রহমান নাঈম
জোর যার মুল্লুক তার এটি প্রতিষ্ঠিত সত্য৷ দাড়ি টুপিওয়ালা লোকজন আন্দোলন করলে আদালতের রায় প্রভাবিত হয় না, কিন্তু উল্টো দৃশ্য অন্যের বেলায়৷ শক্তি দেখালে সবকিছু পাল্টে যায়৷ যে লোকটি বৈষম্য নিয়ে সবসময়ই কথা বলে উচ্চ কণ্ঠে উল্টো তিনিই চরম থেকে চরম বৈষম্যের শিকার।
আইনকে সম্মান জানিয়ে বিক্ষোভ প্রদর্শন না করা মানুষটি অবহেলা আর বৈষম্যের শিকার৷ আইনকে চাপে ফেলে আন্দোলন করলে বিপরীত ঘটনা হলেও উল্টো তাদের পক্ষে রায় যাচ্ছে৷ শুধু ফয়জুল করীম রায় পেলে নির্বাচন অবৈধ হবে কিন্তু অন্যদের পক্ষে গেলে বিগত সরকারের ভোট ও নির্বাচন সহিহ শুদ্ধ হজম করতে আপত্তি নেই৷ তখন সব বৈধ৷
বিষয় হচ্ছে এমন, গোশত খাই না, কিন্তু আনছেন যেহেতু সবটুকু দিয়ে দেন৷ সমাজে কিছু কিছু দরবারি আছে মুখ দেখে আর আকাশের প্রকৃতি বুঝে বিচার করে৷ অবৈধ হলেও ইনিয়ে-বিনিয়ে রায় দিয়ে দেয়। কারণ আগামীতে যাতে হাড্ডি খাওয়ার ভাগিদার হতে পারে৷ এটা বড় ফ্যাসিবাদ৷
হুজুরদের পেছনে ১০টি মিডিয়া পাওয়া যায় না, কিন্তু লেংটা মডেল কাপড় খুলে এলে গন্ধ নেওয়ার জন্য মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে৷ কাপড় পরে এলে সমস্যা, কিন্তু লেংটা হয়ে হাঁটলে সাবাস পাবেন৷ হ্যাঁ, এটাই আমাদের কালচার।
এজন্য প্রয়োজন ইসলামপন্থীদের কঠিন ঐক্য৷ ঐক্য ছাড়া সবাই এভাবেই অবহেলিত হতেই থাকবে৷ একজনের সমস্যা দেখে আরেকজন হাসবে, ট্রল কটূক্তি আকিদা ক্যাচাল চলবে। এর ভেতর দিয়ে অন্যরা কাঁঠাল খেয়ে বিচি নিক্ষেপ করে খিল খিলখিল করে হাসবে৷ আপনারা যতটা বিচ্ছিন্ন থাকবেন ততই অবহেলিত হতেই থাকবেন৷
ফয়জুল করীমের পক্ষে সকল ইসলামপন্থীর উচিত পাশে দাঁড়ানো৷ এটা ওনার জন্য না বরং বৈষম্য দূর করতে দাড়ি-টুপির প্রতি৷ বরিশালে মেয়র ঘোষণা করা মিষ্টার করীমের প্রাপ্ত৷ একই সাথে খুলনায় মাওলানা আব্দুল আউয়াল, গাজীপুরে গাজী আতাউর রহমান৷ আর মেয়র হওয়ার বিষয়টি দল ব্যক্তির চেয়ে আদর্শিক বিষয় এখন৷ দল মত শেষে সবার উচিত সমর্থন জোরালো করা৷ কারণ এটা টুপি পাঞ্জাবি তথা আদর্শের বিষয় জড়িত।
তবে এটা নিয়ে সিরিয়াস কিছু করা ঠিক হবে না বলেই মনে করি৷ কারণ রাজনীতি হচ্ছে দীর্ঘমেয়াদী বিষয়৷ সাইকেল আর রিকশার জন্য হেলিকপ্টার বিমান কিন্তু মিস করা যাবে না৷ তারা লেংটা হয়েছে হাত ধরে দেখিয়েছেন কিন্তু স্পর্শ করে দেখানোর কী দরকার? মেয়র ফেয়র ঠুনকো কিন্তু সামনে আসছে আসল বিষয়। হলে ভালো না হলে শক্তি নষ্ট করার দরকার নেই৷ তবে একদম সহজেই ছাড় দিলে হবে না।
যতদিন না আইন সবার জন্য সমান হবে ততদিন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না৷ বরং অধঃপতন হবে৷ শেষ কথা হচ্ছে, নরম হলে দুর্বল ভাবে!
লেখক: সাংবাদিক
এসএকে/