রবিবার, ৩০ জুন ২০২৪ ।। ১৬ আষাঢ় ১৪৩১ ।। ২৪ জিলহজ ১৪৪৫


সফল হতে চান? মেনে চলুন এই ১০টি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি কার্যকরী সকালের রুটিন হলো জীবনে সফল হওয়ার গোপন মন্ত্র। আপনার বিছানা গুছিয়ে রাখা থেকে শুরু করে করণীয় তালিকা সংগঠিত করা পর্যন্ত, প্রতিটি ভালো অভ্যাস উৎপাদনশীলতা বাড়ায় এবং জীবনে একটি সক্রিয় মানসিকতা গড়ে তোলে। একটি কার্যকরী সকালের রুটিন আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের লক্ষ্য তৈরি করে দেয়। চলুন জেনে নেওয়া যাক সফল হতে চাইলে সকালে কোন কাজগুলো করতে হবে-

১. তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন

সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর জীবনযাপনের সুবর্ণ নিয়ম। এটি আপনাকে সতেজ রাখে এবং সারাদিন একটি ইতিবাচক মেজাজ ধরে রাখে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে উৎপাদনশীলতা বাড়ে এবং স্বাস্থ্যের উন্নতি হয়।

২. বিছানা গুছিয়ে রাখুন

বিছানা গুছিয়ে রাখা একটি ছোট কাজ যা সকালে অন্যান্য কাজের আগে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনি যখন খুব সকালে বিছানা গুছিয়ে রাখেন, তখন এটি আপনাকে একটি ভালো অনুভূতি দেয়। সেইসঙ্গে একটি গোছানো শয়নকক্ষ মনের অবস্থা উন্নত করে এবং আপনাকে আরও কাজ করতে উৎসাহিত করে।

৩. কুরআন তিলাওয়াত করুন

ফজরের নামাজ পড়ার পর অল্প সময় নিয়ে হলেও কুরআন তিলাওয়াত করুন। দেখবেন সারাদিন মন শীতল থাকবে। যেকোনো বিপদ-আপদ আপনার প্রত্যয় ভাঙতে পারবে না। যদি কুরআন তিলাওয়াত করতে না পারেন তাহলে ইউটিউব থেকে পছন্দের কারী সাহেবের তিলাওয়াত শুনুন।

৪. ব্যায়াম

সকালের ওয়ার্কআউট রুটিন শক্তির মাত্রা বাড়ায়। প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস শুধু শারীরিকভাবে ফিট রাখে না, এটি মেজাজ উন্নত করে এবং সামগ্রিক স্ট্যামিনা বাড়ায়। নিয়মিত সকালের ব্যায়ামের রুটিন মানসিক চাপের মাত্রা নিয়ন্ত্রণ করে।

৫. সংবাদপত্র পড়া

সারা বিশ্বের বর্তমান ঘটনা সম্পর্কে আপডেট থাকা গুরুত্বপূর্ণ। সকালের প্রথম কাজ হিসাবে সংবাদপত্র পড়ার অভ্যাস শুধু আপনাকে অবগত রাখে না, এটি আপনার দিগন্তকে প্রসারিত করে এবং জ্ঞান বাড়িয়ে তোলে। সফল মানুষেরা প্রতিদিন সকালে পত্রিকা পড়েন।

৬. সুষম খাবার

খাদ্যাভ্যাস আমাদের জীবনের মান নির্ধারণ করে। তাই সচেতনভাবে খাওয়ার দিকে মনোনিবেশ করা উচিত এবং সচেতন খাদ্যতালিকা বেছে নেওয়া উচিত। স্বাস্থ্যকর সকালের নাস্তা শক্তি বাড়ায়, উৎপাদনশীলতা উন্নত করবে এবং আপনাকে তৃপ্ত রাখবে।

৭. আপনার কাজগুলো সংগঠিত করুন

আপনার করণীয় তালিকাকে অগ্রাধিকার দিন যাতে আপনি একাধিক কাজ করতে পারেন এবং কিছুটা দেরি হলেও সমস্যা না হয়। আপনার দৈনন্দিন কাজের পরিকল্পনা এবং পরিচালনা চাপের মাত্রা কমিয়ে দেবে। একটি রুটিন রাখুন কারণ এটি সময়মত কাজ সম্পন্ন করতে সহায়তা করে। ভারসাম্য বজায় রাখার জন্য টাইম ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দিন।

৮. ইতিবাচক থাকা

ইতিবাচকতার চর্চা করা একটি সফল জীবনের রহস্য। জীবনে সব সময় ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করা উচিত। আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন কৃতজ্ঞতার চর্চা করুন। আরও একটি দিনের সূর্য দেখতে পাওয়ার জন্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। এটি আপনার আত্মসম্মানকে শক্তিশালী করবে এবং জীবনে আশাবাদী মনোভাব গড়ে তুলবে।

৯. ইস্তেগফার ও দরুদ পড়ুন

একটু অবসর পেলে বা কাজের ফাকে ফাকে ইস্তেগফার ও দরুদ পড়ুন। এতে আপনার কর্মষ্পৃহা বাড়বে। নামাজ ও অন্যান্য ইবাদতে আরো বেশি মনোযোগী হতে সহায়তা করবে। দিনটিও ভালো যাবে।

১০. ঘুমানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন

রাতে ঘুমানোর সময় বিছানায় কোনোভাবেই মোবাইল নেবেন না। মন ভালো রাখে এমন বই পড়ুন। পছন্দের কবির কবিতা পড়তে পারেন। ভালো কোনো প্রবন্ধ, গল্প বা উপন্যাসও পড়া যেতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ