মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা

‘ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও মুসলমানদের উপর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী। 

আজ রবিবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, মুসলিম স্বার্থবিরোধী বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে খর্ব করা হয়েছে, যা ইসলাম ও মুসলমানদের প্রতি অবিচার এবং সামাজিক ঐক্যের পরিপন্থী। আমরা রাষ্ট্রীয়ভাবে বৈষম্যমূলক এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ভারত সরকারকে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ বাতিলের আহবান জানাচ্ছি। 

বিবৃতিতে মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বলেন, ওয়াকফ সম্পত্তি কেবল জমি আর স্থাপনা নয়, এটি মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, ইতিহাস এবং জনকল্যাণমূলক কর্মকান্ডের ভিত্তি। এই সম্পদ শত শত বছর ধরে মসজিদ, মাদরাসা, খানকা ও জনকল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। এতোদিন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মন্দিরের জায়গায় মসজিদের কল্পিত গল্প শুনিয়ে উত্তর প্রদেশসহ বহু জায়গায় মসজিদ গুড়িয়ে দিয়েছে। হোলি উৎসবে মুসলমানদের উপর নিপীড়ন চালিয়েছে। রাস্তায় ঈদ ও জুমার নামায আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে। মুসলমানদের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। আর এখন মুসলমানদের ওয়াকফ সম্পত্তি জবর দখলের আইনি বৈধতা দিতেই ওয়াকফ সংশোধনী বিল পাস করা হয়েছে। ওয়াকফ আইনকে দুর্বল করে সংখ্যালঘুদের দানকৃত সম্পত্তি বাজেয়াপ্ত ও ধ্বংসের পথ প্রশস্ত করা বিজেপির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সংশোধনী আইনে ওয়াকফ সম্পদের ব্যবস্থাপনায় ভারত সরকারকে আইনি ক্ষমতা প্রদান করা হয়েছে, যা সংবিধানের সংখ্যালঘু অধিকার ও ভারতীয় ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী। আমি মনে করি, ধর্মীয় সম্পত্তি ব্যবস্থাপনায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ শুধু মুসলমানদের মর্যাদাহানিই  করবে না বরং এতে তাদের সাংবিধানিক অধিকার আরও সংকোচিত হবে। 

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট মহাসচিব বলেন, ভারতের মুসলমানরাই ওয়াকফ সম্পদ পরিচালনা ও ভোগের একমাত্র হকদার। কাজেই ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন, অমুসলিমদের সদস্য অন্তর্ভুক্ত করে ওয়াকফ বোর্ডের স্বায়ত্তশাসনে বিজেপি সরকারের হস্তক্ষেপ বিশ্বের মুসলমানরা কখনো বরদাশত করবে না। অবিলম্বে ভারত সরকারকে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল করে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বায়ত্তশাসন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  

মুফতী সাখাওয়াত হোসাইন রাজী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার, মুসলিম রাষ্ট্রসমূহ, জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মুসলিম উম্মাহকে বিতর্কিত ওয়াকফ  বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। 

তিনি বাংলাদেশের ইসলামপন্থী জনগণকে আগামীকাল সোমবার বাদ জোহর ফিলিস্তিনে ইসরাইলি বর্বর গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে লালবাগ শাহী মসজিদের পূর্ব গেইটে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিলে অংশ নেয়ার আহবান জানান। 

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ