সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৪ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি রহ এর ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া। সোমবার পশ্চিম তীর, শরণার্থী শিবির ও প্রবাসে পূর্ণদিবস হরতালের ডাক ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দৌলতপুরে ইখওয়ানুল উম্মাহ’র প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘মডেল মসজিদকে কেন্দ্র করে ইসলামী সভ্যতা-সংস্কৃতির প্রসার করতে হবে’ ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় সম্পর্কে বললেন আজহারী এ মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল গাজা হত্যার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি ছাত্রদলের ‘ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে’ গাজায় গণহত্যা ও  ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন 

ইউরোপের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইউরোপের অস্ট্রিয়ার রব্বানিইয়িন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত শায়েখ আবদুল্লাহ কামেল (রহ.) আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চারটি গ্রুপে দুই হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। 

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব, হাইয়াতুল কিরাত আদদুয়ালিয়াহ’র (বিশ্ব কারি সংস্থা) সচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী। এই আসরে বিচারক বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন বিশ্ববরেণ্য ক্বারী ড. শায়েখ আহমদ ঈসা আল মা’সারাওঈ। 

শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী ২০২২ সালে আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কুরআন, কিরাত ও আজান প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক ও বিচারক বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

২০২১ সালে ওআইসি ওইথ ক্যাপিটাল কর্তৃক আয়োজিত (ভার্চুয়াল) আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার বিচারক, ২০২১-২২ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক এবং ২০১৮ সালে সৌদি আরবের আল রাজী কোরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সাদ সাইফুল্লাহ মাদানী প্রতিবছর সৌদি আরবের বিভিন্ন মসজিদে রমজানের তারাবীহ এবং কিয়ামুললাইল নামাজের ইমামের দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের মাজমাউল কোরআনের রাষ্ট্রীয় অতিথি, ২০১৯ সালে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথিসহ বিশ্বের বিভিন্ন দেশে অতিথি হিসেবে সফর করার সৌভাগ্য লাভ করেন তিনি।

বিচারক বোর্ডে আরো নয়জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব দায়িত্ব পালন করছেন। এ প্রতিযোগিতায় সেরা দশজনের চারজনকে স্কলারশিপসহ বাকি ছয়জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করবে ইউনিভার্সিটি।

এমআর/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ