শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

ইফতা ও উলুমুল হাদিসে ভর্তি নিচ্ছে জামিয়াতুল বালাগ আলইসলামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ইফতা ও উলুমুল হাদিস বিভাগে ভর্তি নিচ্ছে রাজধানীর জামিয়াতুল বালাগ আলইসলামিয়া।

প্রাথমিক দ্বীনি শিক্ষা এবং গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দা'ওয়াহমূলক এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানিয়েছে।   

প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ৭ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সীমিত কোটায় মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী তালিবুল ইলমদের ভর্তি করা হবে, ইনশাআল্লাহ।

বিভাগসমূহ:

১. উলূমুল হাদীছ (২ বছর মেয়াদী)

২. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী)

৩. মাদানী নেসাব (১ম বর্ষ ৪র্থ বর্ষ)

৪. হিফয বিভাগ

৫. নরানী ও নাযেরা বিভাগ

বৈশিষ্ট :

ইফতা ও উলূমুল হাদীস বিভাগ দুটি মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে ২-৪ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও মুখলিস উদ্ভাদবৃন্দের তত্ত্বাবধান ও নিয়মিত দরস দানে পরিচালিত। উভয় বিভাগে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়।

পরীক্ষার বিষয়:               

                                                   উলূমুল হাদীস বিভাগ            

লিখিত পরীক্ষা: (ক) ফাতহুল বারী ১ম খন্ড ও শরহু নুখবাতিল ফিকার।

(খ) সংক্ষিপ্ত প্রবন্ধ বাংলা ও আরবী।

মৌখিক: ফন সংশ্লিষ্ট যে কোনো কিতাব।

ইফতা বিভাগ

লিখিত পরীক্ষা: (ক) হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও নূরুল আনওয়ার। (কিতাবুল্লাহ্)

(খ) সংক্ষিপ্ত প্রবন্ধ। বাংলা ও আরবী।

মৌখিক: হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোনো বিষয়।

ইফতা বিভাগে দাখেলা সংক্রান্ত যোগাযোগ : মাওলানা মুফতী ছফিউল্লাহ (০১৮১৫-০৯৫৩৫০)

উলূমুল হাদীস বিভাগে দাখেলা সংক্রান্ত যোগাযোগ: মাওলানা মুহাম্মাদ মুসলেহুদ্দীন (০১৪০৬-৫৬৮৬৪১)

সার্বিক যোগাযোগ : মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী (মুহতামিম, অত্র জামিআ)

লোকেশন: শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ (মুহতামিম) ০১৮১৭-৫১০১৮০

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ