তানযিল হাছান, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন, দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজার প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত- আন্তর্জাতিক তাহফিজুল কুরআন মাদরাসায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা'র সহকারী পরিচালক মুফতি শোয়াইব বিন শফিক জানিয়েছেন, হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি বুধবার, মাদরাসা মিলনায়তনে বার্ষিক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
সরেজমিনে অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯ টা থেকে অভিভাবক সমাবেশের কার্যক্রম শুরু হয়।
অভিভাবক সমাবেশে সদ্য হিফজ সমাপনকারী ১৪ জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাদের অভিভাবকদেরও ‘বিশেষ সম্মাননা পাগড়ি' প্রদান করা হয়েছে।
অন্যদিকে মাদরাসার প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা গোল্ডেন এ+ পেয়ে মেধা স্থান করেছেন তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।
তাছাড়া চলতি শিক্ষাবর্ষে থানা, জেলা, বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রবৃন্দ এবং জাতীয় ও আঞ্চলিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ টাকা, ক্রেস্ট ও বিভিন্ন ইসলামী মূল্যবান বই প্রদান করা হয়। সর্বমোট ৭৫ জন ছাত্রকে প্রায় অর্ধলক্ষ টাকা সমমূল্যের আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস ও প্রধান মুফতি, হযরতুল আল্লাম মুফতি নোমান ইবনে মদিনা হুজুর।
আরো উপস্থিত ছিলেন, উজানী মাদরাসার মুহাদ্দিস ও রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শাইখুল হাদিস মুফতি নুরুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমানসহ বরেণ্য শিক্ষাবিদ ব্যক্তিবর্গ।
হাআমা/