সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
'আল কুরআন একাডেমি লন্ডন'র সৌজন্যে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে 'অর্থসহ কুরআন' বিতরণ করেছে 'মিনার' চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়াম এই কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয় এটা বুঝেও পড়তে হবে। কুরআন পৃথিবীর মানুষদের জীবন পরিবর্তন করতে এসেছে। যা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। কুরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল তারাই শ্রেষ্ঠ হয়েছে।
তারা আরও বলেন, গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'প্রোডাকটিভ রমাদান' নামে একটি প্রোগ্রামে ছাত্রলীগ কর্তৃক হামলার শিকার হয় শিক্ষার্থীরা। বর্তমানে এ ধরনের আয়োজনগুলোতে হামলার কোনো সম্ভাবনা নেই।
চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর আমি অনেক প্রোগ্রামে গেয়েছি আজকের প্রোগ্রামটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। মানুষের জীবন পরিবর্তন করতে রাসূল (স) এর ওপর কুরআন নাযিল করেছে। ইসলাম সবচেয়ে উদার ধর্ম। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার জন্য আল্লাহ তায়ালা আমাদের জন্য কোরআন পাঠিয়েছেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, কোনো ধর্মের প্রতি আমাদের বিদ্বেষ নেই। আপনাদের কোরআন দেওয়া হয় তা ঘরে সাজিয়ে রাখেন। এটা না করে কুরআন পড়ে এর মর্ম ছড়িয়ে দেওয়া উচিত। এতে করে নৈতিকতা উন্নত হলে সমাজে বিশৃঙ্খলা থাকবে না। এখন হলগুলোতে দখলদারিত্বের অবসান হয়েছে। ইসলাম এমন ধর্ম যেখানে সকল ধর্ম নিরাপদে থাকে। আমাদের ধর্ম সবচেয়ে বেশি কল্যাণময়।
তিনি আরও বলেন, আমাদের দেশের বাস্তবতা হলো নামাজ পড়ে অথচ অফিসে টাকার জন্য ফাইল আটকে রাখে। প্রকৃত ধর্মচর্চা করলে এমন হওয়ার কথা না। আমাদের মাঝে যে জ্ঞান রয়েছে তা আল্লাহ তায়ালার দেওয়া। দুর্নীতিবাজদের ধর্মের মাধ্যমে সঠিক পথে আনতে হবে। আমরা আপনাদের জন্য সুষ্ঠু পড়াশোনার পরিবেশ তৈরি করতে যে দিনকে রাত বানিয়েছি এটাই আমাদের ইবাদত।
অনুষ্ঠানের সভাপতি ও মিনারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের বলেন, এই কোরআনকে বাসায় রেখে না দিয়ে বুকে ধারণ করতে হবে। তাহলেই সমাজের সকল অসমতা দূর হবে। একমাত্র কুরআনই পারে সমাজকে আলোকিত করতে। এটি এমন একটি গ্রন্থ যাতে কোনো ভুল নেই। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত কোনো বিজ্ঞানী, নৃবিজ্ঞানী, সাহিত্যিকরা এতে কোনো ভুল খুঁজে পায়নি। তাই কোরআন অনুযায়ী সমাজ গঠনের কাজ করতে হবে।
হাআমা/