বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ ।। ৮ মাঘ ১৪৩১ ।। ২২ রজব ১৪৪৬

শিরোনাম :
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, সতর্কতা জারি শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ টঙ্গীতে নিসিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, দুই লক্ষ টাকা জরিমানা আসামি ধরতে গিয়ে হামলার শিকার, হাসপাতালে ৩ ডিবি পুলিশ সীমান্ত বিরোধে না জড়ানোর পরামর্শ মমতা ব্যানার্জীর মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ শহীদ ইকবাল বিন ইয়াকুব রহ. ছিলেন ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ বাংলাদেশে এসেছেন দেওবন্দের উস্তাযুল হাদীস মুফতি মোহাম্মদ আফজাল কাইমুরী  বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত ১৭৮ জনের তালিকা প্রকাশ

‘কুরআনের পাখি হাফিজগণ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএফবি কোরআন আলো কর্তৃক আয়োজিত সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৮ জানুয়ারি শনিবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হয়।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎস ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট চুক্ষ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন, মুফতি ফয়জুল হক জালালাবাদী।

সিলেট ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল অডিশনে প্রথম স্থান অধিকারকারী হাফিজ মোহাম্মদ তাহমিদ চৌধুরীকে নগদ ৩০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী হাফিজ আদনান হোসাইন নাহিদ-কে নগদ ২০ হাজার টাকা,  তৃতীয় স্থান অধিকারী হাফিজ হাফিজ ওলী উল্লাহ আলিম-কে নগদ ১৫ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকারী নাসিম উদ্দিন কে নগদ ১০ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকারী ইসমাইল আবিদকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করেন অতিথিবৃন্দ সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এছাড়াও প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে ৪০তম স্থান অধিকারী প্রতিযোগিকে নগদ অর্থ, কোরআন শরীফ, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, কুরআনের পাখি হাফিজগণ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো সহযোগিতা ও প্রতিযোগিতার ব্যবস্থা করলে মেধা বিকাশের মাধ্যমে তারা আরো এগিয়ে যাবে।

বক্তারা আরো বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করার পাশাপাশি মহাগ্রন্থ আল-কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বক্তাগণ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ