মুহাম্মদ আল আমিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে ৩০ সালা দস্তারবন্দী ও ফুযালা সম্মেলন ১৮ জানুয়ারি রোজ শনিবার।
শনিবার সকাল ১০ টায় মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সাহেবের সভাপতিতে মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলবে। সম্মেলনে আলোচনা করবেন হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, ফেনী জামিয়া রশিদিয়ার মুহতামিম মুফতি শহিদুল্লাহ, বেফাকের অর্থসচিব মুফতি মুনিরুজ্জামান প্রমুখ।
মাদরাসার শাইখুল হাদিস ও নাজেমে তালিমাত মুফতি মাহবুবুর রহমান কাসেমী জানান, ফুযালাদের জন্য পাগড়ি ও ফুযালা সম্মেলনের স্বারকসহ প্রায় সকল এন্তেজাম সম্পন্ন হয়েছে। তিনি সবার প্রতি আন্তরিকভাবে দাওয়াত প্রদান করেছেন এবং সম্মেলন সফল করার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ সাহেব সকল ফুযালা ও আবনাদের আন্তরিকতার সাথে উপস্থিত হওয়ার আহবান জানান এবং সম্মেলনের সফলতার জন্য দুআ চেয়েছেন।
উল্লেখ্য মাদরাসাটি ১০০ বছর পূর্বে হাজী ইমদাদ উল্লাহ মুহাজেরে মক্কী রহ. এর খলিফা কারী ইবরাহিম রহ. এর নির্দেশে এবং সরাসরি তত্ত্বাবধানে কারী আহমদ উল্লাহ রহ. চাঁদপুর জেলার কচুয়া থানার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী সেই প্রতিষ্ঠানের আজ শতবর্ষ পূর্ণ হলো। এবং দাওরায়ে হাদিসের ৩০ বছর পূর্ণ হচ্ছে এই বছর।
হাআমা/