শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৭ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার খতমে বুখারী ও দোয়া মাহফিল ২৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর খিলগাঁওয়ে পশ্চিম নন্দীপাড়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া শামসুল উলূম মাদরাসার ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে ‘খতমে বুখারী ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি, রোজ শুক্রবার।

ওই দিন বেলা ৩ ঘটিকায় বায়তুল ফালাহ জামে মসজিদে এ অনুষ্ঠান শুরু হবে।

হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের দরস প্রদান করবেন জামিয়াটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাকীম আব্দুস সামাদ (চেয়ারম্যান, বাংলাদেশ কওমি কাউন্সিল ও বিশিষ্ট খলিফা-আল্লামা আশরাফ আলী রহ. ও আল্লামা আব্দুস সালাম রহ.)।

বিশেষ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি মুজ্জাম্মিল ফারুক কাসেমী (খতিব, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয়-২ জামে মসজিদ) ও বহু গ্রন্থ প্রণেতা, লেখক-গবেষক মুফতি উবাইদুল্লাহ শাকির (নায়েবে মুহতামিম, দারুল আরকাম, যশোর)।

খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সবাইকে শুভাকাঙ্খী হিসেবে স্ব-বান্ধব আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা হাকীম আব্দুস সামাদ ও মোতাওয়াল্লী জনাব মো: আমিনুল ইসলাম।

উল্লেখ্য, জামিয়া আরাবিয়া শামসুল উলূম ২০০৭ইং সালে পশ্চিম নন্দীপাড়ায় মরহুম ইঞ্জি: শামসুল হক রহ. কর্তৃক ওয়াকফকৃত জায়গার উপর যাত্রা শুরু করে।  ২০২৪ সালে এসে অত্র মাদরাসাটি পূর্ণাঙ্গ জামিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ তাইসির থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত কার্যক্রম শুরু হয়। তাই, এ বছরই প্রথম খতমে বুখারী অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ