বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ ।। ২৫ পৌষ ১৪৩১ ।। ৯ রজব ১৪৪৬


ফরিদপুরে আলো ছড়াচ্ছে যে মকতবটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদ হুজাইফা

মাদরাসাতুস সুন্নাহ ফরিদপুর জেলার ঝাটুরদিয়া গ্রামে জামিয়া ইসলামিয়া কাসিমুল উলূম নগরকান্দা মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত দৈনিক মকতব। এলাকার স্কুলগামী ছেলে-মেয়েদের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিতে মাওলানা ইয়াহইয়া মাহমুদ ফরিদি ২০২০ সালে মাদরাসার মুহতামিম মুফতি ইছমাতুল্লাহ কাসেমীর পরামর্শে মকতবটি প্রতিষ্ঠা করেন।

কুরআন শিক্ষার পাশাপাশি জীবনঘনিষ্ঠ জরুরি মাসায়েলও শেখানো হয়। অসহায় ও এতিম বাচ্চাদের বিনা ওজিফায় পাঠদান ও শিক্ষাসামগ্রী দেওয়া হয়। প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পাঠদান করা হয়।

ছেলে ও মেয়েদের জন্য আলাদা দুটি ঘর নির্মান করা হয়েছে। মেয়েদেরকে মহিলা শিক্ষিকা পাঠদান করেন। ছাত্র-ছাত্রীর সংখ্যা দেড়শ প্রায়।

মকতবের পাশাপাশি ছোট্ট পরিসরে হিফজখানা প্রতিষ্ঠা করা হয়েছে। কুরআন শিক্ষা শেষে কেউ মুখস্ত করতে আগ্রহী হলে তাকে এখানে ভর্তি করে দেওয়া হয়। হিফজখানার ছাত্রদেরকে কুরআন মুখস্তের সাথে সাথে প্রাথমিক আরবি ও ইংরেজি ভাষাসহ ১০০টি হাদীস মুখস্ত করানো হয়। 

প্রতিষ্ঠানের ব্যয়ভার ছাত্রদের মাসিক ফি ও সাধারণ মানুষের সহযোগীতায় বহন করা  হয়।
 
মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদের আন্তরিক প্রচেষ্টা ও উত্তম পাঠদানে প্রতিষ্ঠানটি জনমনে বেশ সাড়া ফেলেছে। এভাবেই তিনি স্কুলগামী বাচ্চাদের মধ্যে কুরআনের আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ