বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ ।। ২৫ পৌষ ১৪৩১ ।। ৯ রজব ১৪৪৬


উপাচার্যের কাছে খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার চার দফা প্রস্তাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা খেলাফত ছাত্র মজলিস চার দফা দাবি উত্থাপন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কাছে একটি প্রস্তাবনা পেশ করেছে। সংগঠনটি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এসব দাবি উত্থাপন করে।

সংগঠনের চারটি প্রধান দাবি:

১. ইকশু নির্বাচন চাই: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকশু) নির্বাচন চালু করতে হবে, যাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়।

২. গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে বের করতে হবে: বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র স্বকীয়তা রক্ষা করতে ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতা থেকে বাদ দিতে হবে।

৩. সেশনজট মুক্ত ক্যাম্পাস চাই: দীর্ঘ সেশনজট শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সময়মতো পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও একাডেমিক ক্যালেন্ডার মেনে চলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস পাঠদানের ব্যবস্থা করতে হবে: বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও স্বাধীনতার সঠিক চেতনা অন্তর্ভুক্ত করতে হবে।

নেতৃবৃন্দ জানান, তাদের দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে এবং প্রশাসন সম্ভাব্য সমাধানের পথ খুঁজবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ